Post Mortem: পোস্টমর্টেম-কে বাংলায় ময়না তদন্ত কেন বলে জানেন ?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পোস্টমর্টেমের সঙ্গে ময়না পাখির মিল কোথায়?
২ দিন আগেই মৃত্যু হয়েছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র। কলকাতায় নজরুল মঞ্চে শো চলাকালীন-ই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। নজরুল মঞ্চ থেকে হোটেলে ফিরে যাওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরেরদিন এসএসকেএম হাসপাতালের মর্গে কেকে-র ময়নাতদন্ত হয়। পোস্টমর্টেম-কেই বাংলায় বলে ময়না তদন্ত। আচ্ছা কখনও ভেবে দেখেছেন, পোস্টমর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন?
advertisement
advertisement
advertisement
না দেখা ময়নাকে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে আবিষ্কার করেন অভিজ্ঞ, তেমনই পোস্টমর্টেমেও অন্ধকারে থাকা কারণকে সামান্য সূত্র দিয়ে আবিষ্কার করা হয়, উন্মোচিত হয় বড় রহস্য। পাওয়া যায় কোনও রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ। বোঝা যায়, কীভাবে মৃত্যুটি ঘটেছিল! অন্ধকারে ময়না পাখিকে শুধুমাত্র ডাক শুনে খুঁজে পাওয়া আর সম্পূর্ণ অন্ধকার থেকে সামান্য কিছু সূত্রের সাহায্যে একটা মৃত্যুর সঠিক কারণ বের করার মধ্যে মিল রয়েছে, সেই থেকেই পোস্টমর্টেমকে বাংলায় বলে ময়না তদন্ত।