Knowledge Story|| বেশিরভাগ মানুষই কেন বাঁ হাতে ঘড়ি পরেন! প্রায় কেউই জানেন না আসল কারণ, আপনি?

Last Updated:
Knowledge Story, watch in left hand: পোশাক, ঘড়ি বা জুতো যথাযথ ব্যক্তিত্বের পরিচায়ক। ঘড়ি কেউ ডান হাতে পরেন, কেউ আবার বাম হাতে। তবে বেশিরভাগ মানুষই বাম হাতে ঘড়ি পরেন। 
1/7
*আত্মবিশ্বাস বাড়াতে দৃঢ় ব্যক্তিত্ব থাকা যেমন জরুরি, তেমনই নিজেকে সাজিয়ে উপস্থাপন করাও জরুরি। সে ক্ষেত্রে আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন বা কী কাজে যাচ্ছেন তার ওপরে ভিত্তি করে চুলের স্টাইল, জামা কাপড়, জুতা এবং ঘড়ি নির্বাচন করতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত। 
*আত্মবিশ্বাস বাড়াতে দৃঢ় ব্যক্তিত্ব থাকা যেমন জরুরি, তেমনই নিজেকে সাজিয়ে উপস্থাপন করাও জরুরি। সে ক্ষেত্রে আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন বা কী কাজে যাচ্ছেন তার ওপরে ভিত্তি করে চুলের স্টাইল, জামা কাপড়, জুতা এবং ঘড়ি নির্বাচন করতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
2/7
*পোশাক, ঘড়ি বা জুতো যথাযথ ব্যক্তিত্বের পরিচায়ক। ঘড়ি কেউ ডান হাতে পরেন, কেউ আবার বাম হাতে। তবে বেশিরভাগ মানুষই বাম হাতে ঘড়ি পরেন। প্রতীকী ছবি সংগৃহীত। 
*পোশাক, ঘড়ি বা জুতো যথাযথ ব্যক্তিত্বের পরিচায়ক। ঘড়ি কেউ ডান হাতে পরেন, কেউ আবার বাম হাতে। তবে বেশিরভাগ মানুষই বাম হাতে ঘড়ি পরেন। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
3/7
*নিশ্চই লক্ষ্য করেছেন, অধিকাংশ মানুষের বাঁ হাতে ঘড়ি পরেন। ডান হাতে ঘড়ি পরা মানুষের সংখ্যা বেশ কম। কিন্তু আপনার কি কখনও মনে হয়েছে  কেন ঘড়িটি বাম হাতে পরা হয় বেশিরভাগ ক্ষেত্রে? চলুন জেনে নেওয়া যাক...প্রতীকী ছবি সংগৃহীত। 
*নিশ্চই লক্ষ্য করেছেন, অধিকাংশ মানুষের বাঁ হাতে ঘড়ি পরেন। ডান হাতে ঘড়ি পরা মানুষের সংখ্যা বেশ কম। কিন্তু আপনার কি কখনও মনে হয়েছে  কেন ঘড়িটি বাম হাতে পরা হয় বেশিরভাগ ক্ষেত্রে? চলুন জেনে নেওয়া যাক...প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
4/7
*বেশিরভাগ কাজ করার সময় আমাদের ডান হাত প্রায় ব্যস্ত থাকে। এই সময় ডান হাতে ঘড়ি বেঁধে রাখলে সময় দেখতে অসুবিধা হবে এবং কাজে বাধার সৃষ্টি হয় অনেক সময়। কিন্তু বাম হাতে ঘড়ি পরলে সময় দেখতে অনেকটাই সুবিধা হয়। প্রতীকী ছবি সংগৃহীত। 
*বেশিরভাগ কাজ করার সময় আমাদের ডান হাত প্রায় ব্যস্ত থাকে। এই সময় ডান হাতে ঘড়ি বেঁধে রাখলে সময় দেখতে অসুবিধা হবে এবং কাজে বাধার সৃষ্টি হয় অনেক সময়। কিন্তু বাম হাতে ঘড়ি পরলে সময় দেখতে অনেকটাই সুবিধা হয়। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
5/7
*এ দিকে ডানহাতের পরিবর্তে বামহাতে বেশি সুরক্ষিত। বেশিরভাগ মানুষই ডান হাত দিয়ে কাজ করেন। ফলে সাধের ঘড়ি নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। ঠিক এই কারণেই বাম হাতে ঘড়ি পরেন। প্রতীকী ছবি সংগৃহীত। 
*এ দিকে ডানহাতের পরিবর্তে বামহাতে বেশি সুরক্ষিত। বেশিরভাগ মানুষই ডান হাত দিয়ে কাজ করেন। ফলে সাধের ঘড়ি নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। ঠিক এই কারণেই বাম হাতে ঘড়ি পরেন। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
6/7
*তবে ইতিহাস বলে, আজ যেভাবে হাতের কব্জিতে ঘড়ি পরেন, শুরুতে এমনভাবে ঘড়ি পরার চল ছিল না। আপনি যদি কখনও পুরনো দিনের মানুষের সাক্ষাৎ পান বা ছবিতে দেখেন, তখন দেখতে পাবেন সেই সময়ের ঘড়ি কেমন ছিল। প্রতীকী ছবি সংগৃহীত। 
*তবে ইতিহাস বলে, আজ যেভাবে হাতের কব্জিতে ঘড়ি পরেন, শুরুতে এমনভাবে ঘড়ি পরার চল ছিল না। আপনি যদি কখনও পুরনো দিনের মানুষের সাক্ষাৎ পান বা ছবিতে দেখেন, তখন দেখতে পাবেন সেই সময়ের ঘড়ি কেমন ছিল। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
7/7
*ঘড়ি হাতে নয়, সেই সময় পকেটে বহন করা হত। এরপর ধীরে ধীরে সময় এগিয়েছে। হাতেই ঘড়ি পরেন সকলে। এখন আবার অ্যানালগের পরে ডিজিট্যাল ঘড়িও বাজারে চলে এসেছে, যা দিয়ে ফোন পর্যন্ত করা যায়। প্রতীকী ছবি সংগৃহীত।
*ঘড়ি হাতে নয়, সেই সময় পকেটে বহন করা হত। এরপর ধীরে ধীরে সময় এগিয়েছে। হাতেই ঘড়ি পরেন সকলে। এখন আবার অ্যানালগের পরে ডিজিট্যাল ঘড়িও বাজারে চলে এসেছে, যা দিয়ে ফোন পর্যন্ত করা যায়। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
advertisement
advertisement