Knowledge Story: কুকুরের লেজ সোজা হয় না কেন? আসল কারণটা জানেন...উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে অতীতে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিবর্তন তত্ত্ব অনুযায়ী কুকুরের লেজের হাড় তার মেরুদণ্ডে পেরেকের মতো আটকে থাকে বলে মনে করা হয়। এই কারণে কুকুরকে হেমি-মেরুদণ্ডী প্রাণি বলা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া, কুকুরদের লেজ সব সময় মাটি থেকে উপরে রাখার একটা প্রচেষ্টা থাকে৷ তাছাড়া, কুকুরের লেজ বাঘ, সিংহের মতো লেজধারী প্রাণীর মতো দৌড়নোর সময় হালের কাজও করে৷ অর্থাৎ, কুকুর যখন দৌড়য়, তখন, তার শরীরের ভারসাম্য রক্ষা করে তার লেজ, হাওয়ার বেগ কাজে লাগাতে, নিজেদের লেজ প্রয়োজন মতো ব্যবহারও করে কুকুররা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একটি কুকুরের লেজ তার মেরুদণ্ডের একটি সম্প্রসারণ। আঁকাবাঁকা হওয়ার মানে এই নয় যে কুকুরদের মেরুদণ্ডও আঁকাবাঁকা। মেরুদণ্ডী প্রাণী হওয়ায় তাদের লেজ তাদের মেরুদণ্ডের সাথে সরাসরি যুক্ত। বিবর্তন তত্ত্ব অনুযায়ী কুকুরের লেজের হাড় তার মেরুদণ্ডে পেরেকের মতো আটকে থাকে বলে মনে করা হয়। এই কারণে কুকুরকে হেমি-মেরুদণ্ডী প্রাণি বলা হয়।