Viral News: রেগে গেলে অনেকেই জোরে দরজা বন্ধ করে কেন, কী বলছে বিজ্ঞান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
রেগে গেলে অনেক মানুষেরই মাথার ঠিক থাকে মা। রাগের মাথায় অনেকেই নানা রকম জিনিস করে থাকেন। নানা রকম জিনিসেক উপর রাগ দেখিয়ে থাকি আমরা। মনোবিদদের মতে, যে বস্তু সবথেকে বেশি আমাদের রাগ সহ্য করে তা হল দরজা।
advertisement
advertisement
advertisement
কিন্তু রাগ কমার পিছনে বলা হয় যে আমরা যখন এক দরজা থেকে অন্য দরজায় গিয়ে পৌঁছায় তখন রাগের কারণটি দুর্বল হতে শুরু করে এবং এটি রাগের উপরেও প্রভাব ফেলে। অর্থাৎ যখনই আমরা ঘরের ভিতর পেরিয়ে দরজার কাছে পৌঁছে যায়, আমরা পুরনো জিনিসটি ভুলে যাই। যাইহোক, এটি খুব অল্প সময়ের জন্য ঘটে। কিন্তু রাগ কমার জন্য এতটা সময়ই যথেষ্ট।
advertisement
প্রাথমিকভাবে ২০০৬ সালে গ্যাব্রিয়েল এ. রাডভেনেস্কি ডোরওয়ে এফেক্ট অধ্যয়ন করেছিলেন। যেখানে প্রথমে ৩০০ জনের উপর পরীক্ষা করা হয়েছিল। গবেষণায় দেখা যায়, যখন মানুষ দরজা পেরিয়ে এক ঘর থেকে অন্য ঘরে আসে তখন আগের ঘরের স্মৃতি কিছুটা সময়ের জন্য ঝাপসা হয়ে যায়। আসলে, রাগ একই ছিল শুধুমাত্র জায়গা পরিবর্তন করার কারণে তা হালকা হয়ে যায়। এই কারণেই বিষন্নতার রোগীদের প্রায়ই ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement