অনেক সময় রাতের দিকে তারস্বরে কেঁদে ওঠে রাস্তার কুকুর। অনেকেই বলেন, কুকুরের কান্না নাকি অশুভ। সত্যিই কি তাই?
2/ 5
অনেকে মনে করেন, অশুভ কিছুর হদিশ পেলেই কুকুর কাঁদে। কেউ আবার বলেন, কুকুর কোনও বিপদের আভাস আগেই পায়। তখনই কুকুর কাঁদে। কেউ কেউ আবার বলেন, কোনও বিদেহি আত্নাকে দেখেও কুকুর কাঁদে।
3/ 5
অনেক সময় বাড়ির পোষ্য কুকুররও রাতের দিকে কাঁদতে থাকে। তখন তার চোখ গড়িয়ে জল পড়ে। আবার কোনও কোনও পোষ্য খাওয়া-দাওযা ছেড়ে দেয়। সেক্ষেত্রে বাড়িতে কোনও বিপদ আসন্ন বলে মনে করা হয়।
4/ 5
কুকুরের কান্না নিয়ে বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। সম্প্রতি একটি গবেষণায় প্রমাণিত হয়েছে, কুকুরের কান্না আসলে হাওলিং। বেশিরভাগ ক্ষেত্রে রাতে হাউলিং করে কুকুর।
5/ 5
গবেষণার রিপোর্ট বলছে, কুকুর নিজের অবস্থান বোঝাতে চেয়ে তার সঙ্গীদের উদ্দেশে হাউল করে। অনেক ক্ষেত্রে কুকুর হতাশা বা উদ্বেগ প্রকাশ করতেও হাউল করে।
কুুকুরের কান্না মানেই কি বিপদ আসছে? কেন কাঁদে পোষ্যরা! আসল কারণ জেনে অবাক হবেন
অনেকে মনে করেন, অশুভ কিছুর হদিশ পেলেই কুকুর কাঁদে। কেউ আবার বলেন, কুকুর কোনও বিপদের আভাস আগেই পায়। তখনই কুকুর কাঁদে। কেউ কেউ আবার বলেন, কোনও বিদেহি আত্নাকে দেখেও কুকুর কাঁদে।
কুুকুরের কান্না মানেই কি বিপদ আসছে? কেন কাঁদে পোষ্যরা! আসল কারণ জেনে অবাক হবেন
অনেক সময় বাড়ির পোষ্য কুকুররও রাতের দিকে কাঁদতে থাকে। তখন তার চোখ গড়িয়ে জল পড়ে। আবার কোনও কোনও পোষ্য খাওয়া-দাওযা ছেড়ে দেয়। সেক্ষেত্রে বাড়িতে কোনও বিপদ আসন্ন বলে মনে করা হয়।
কুুকুরের কান্না মানেই কি বিপদ আসছে? কেন কাঁদে পোষ্যরা! আসল কারণ জেনে অবাক হবেন
কুকুরের কান্না নিয়ে বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। সম্প্রতি একটি গবেষণায় প্রমাণিত হয়েছে, কুকুরের কান্না আসলে হাওলিং। বেশিরভাগ ক্ষেত্রে রাতে হাউলিং করে কুকুর।