‘তোমার দুই স্ত্রী আছে, আমার একজনও নেই...’, বিয়ে ঠিক না করে দেওয়ায় বাবাকে খুন করল কর্ণাটকের যুবক !

Last Updated:
Karnataka man kills father for not arranging his marriage: অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি! পুলিশ জানিয়েছে যে, কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩৫ বছর বয়সী এক কৃষককে গ্রেফতার করা হয়েছে।
1/5
অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি! পুলিশ জানিয়েছে যে, কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩৫ বছর বয়সী এক কৃষককে গ্রেফতার করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, ঘটনাটি বুধবার গভীর রাতে হোসাদুর্গায় ঘটে। অভিযুক্ত এস নিঙ্গরাজা (S Ningaraja) তাঁর বাবা টি সন্নানিঙ্গাপ্পার উপর ঘুমন্ত অবস্থায় হামলা চালান বলে অভিযোগ। নিঙ্গরাজার বড় ভাই এস মারুতির অভিযোগের ভিত্তিতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। (Photo: AI Image)
অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি! পুলিশ জানিয়েছে যে, কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩৫ বছর বয়সী এক কৃষককে গ্রেফতার করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, ঘটনাটি বুধবার গভীর রাতে হোসাদুর্গায় ঘটে। অভিযুক্ত এস নিঙ্গরাজা (S Ningaraja) তাঁর বাবা টি সন্নানিঙ্গাপ্পার উপর ঘুমন্ত অবস্থায় হামলা চালান বলে অভিযোগ। নিঙ্গরাজার বড় ভাই এস মারুতির অভিযোগের ভিত্তিতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। (Photo: AI Image)
advertisement
2/5
অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়স হওয়া সত্ত্বেও বাবা তাঁর বিয়ের ব্যবস্থা না করায় নিঙ্গরাজা ক্ষুব্ধ ছিলেন। তিনি এই বিষয়টিও মেনে নিতে পারছিলেন না যে তাঁর বাবা দুবার বিয়ে করলেও তিনি অবিবাহিতই রয়ে গিয়েছেন, অথচ গ্রামে তাঁর বয়সী অনেক পুরুষেরই বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁদের সন্তানও রয়েছে। হোসাদুর্গা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মারুতি পুলিশকে জানান, তাঁর বাবা প্রায়ই ভাই নিঙ্গরাজাকে তাঁর 'অলস মনোভাব' এবং মাঠে ঠিকমতো কাজ না করার জন্য বকাঝকা করতেন। এই নিত্যদিনের সংঘাত পরিবারের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছিল। (Photo: AI Image)
অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়স হওয়া সত্ত্বেও বাবা তাঁর বিয়ের ব্যবস্থা না করায় নিঙ্গরাজা ক্ষুব্ধ ছিলেন। তিনি এই বিষয়টিও মেনে নিতে পারছিলেন না যে তাঁর বাবা দুবার বিয়ে করলেও তিনি অবিবাহিতই রয়ে গিয়েছেন, অথচ গ্রামে তাঁর বয়সী অনেক পুরুষেরই বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁদের সন্তানও রয়েছে। হোসাদুর্গা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মারুতি পুলিশকে জানান, তাঁর বাবা প্রায়ই ভাই নিঙ্গরাজাকে তাঁর 'অলস মনোভাব' এবং মাঠে ঠিকমতো কাজ না করার জন্য বকাঝকা করতেন। এই নিত্যদিনের সংঘাত পরিবারের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছিল। (Photo: AI Image)
advertisement
3/5
বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি রাতে খাওয়ার সময় একই বিষয় নিয়ে তাঁর বাবার সঙ্গে ঝগড়া করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। পরে সেই রাতে নিঙ্গরাজা একটি লোহার রড দিয়ে সন্নানিঙ্গাপ্পার মাথায় আঘাত করেন বলে জানা গিয়েছে। (Photo: AI Image)
বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি রাতে খাওয়ার সময় একই বিষয় নিয়ে তাঁর বাবার সঙ্গে ঝগড়া করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। পরে সেই রাতে নিঙ্গরাজা একটি লোহার রড দিয়ে সন্নানিঙ্গাপ্পার মাথায় আঘাত করেন বলে জানা গিয়েছে। (Photo: AI Image)
advertisement
4/5
মধ্যরাতের দিকে মারুতি এক আত্মীয়ের কাছ থেকে ফোন পেয়ে হামলার ঘটনাটির কথা জানতে পারেন। আহত ব্যক্তিকে দ্রুত হোসাদুর্গার (Hosadurga) একটি নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার ক্রম ও প্রমাণ উদ্ধারের জন্য আরও তদন্ত চলছে। (Photo: AI Image)
মধ্যরাতের দিকে মারুতি এক আত্মীয়ের কাছ থেকে ফোন পেয়ে হামলার ঘটনাটির কথা জানতে পারেন। আহত ব্যক্তিকে দ্রুত হোসাদুর্গার (Hosadurga) একটি নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার ক্রম ও প্রমাণ উদ্ধারের জন্য আরও তদন্ত চলছে। (Photo: AI Image)
advertisement
5/5
সম্প্রতি পিতৃহত্যার আরেকটি ঘটনার খবর এসেছে উত্তরপ্রদেশ থেকে। এক ব্যক্তি জমি নিয়ে বিবাদের জেরে তাঁর বাবা, বোন এবং ভাগ্নিকে কুড়ুল দিয়ে হত্যা করেন এবং তাঁদের মৃতদেহ একটি কুয়োয় ফেলে নয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তাঁর বাবা রাম সিং (৫৫) তাঁর ভাইকে চার বিঘা জমি হস্তান্তর করার পর থেকেই তিনি বাবার সঙ্গে জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, তিনি তাঁর বাবার কাছে ১০ বিসওয়া (একক) জমি চেয়েছিলেন এবং বাবা রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। (Photo: AI Image)
সম্প্রতি পিতৃহত্যার আরেকটি ঘটনার খবর এসেছে উত্তরপ্রদেশ থেকে। এক ব্যক্তি জমি নিয়ে বিবাদের জেরে তাঁর বাবা, বোন এবং ভাগ্নিকে কুড়ুল দিয়ে হত্যা করেন এবং তাঁদের মৃতদেহ একটি কুয়োয় ফেলে নয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তাঁর বাবা রাম সিং (৫৫) তাঁর ভাইকে চার বিঘা জমি হস্তান্তর করার পর থেকেই তিনি বাবার সঙ্গে জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, তিনি তাঁর বাবার কাছে ১০ বিসওয়া (একক) জমি চেয়েছিলেন এবং বাবা রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। (Photo: AI Image)
advertisement
advertisement
advertisement