Knowledge Story: ঘড়ি কিনতে গেলেই কেন 10:10ই দেখায়!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই সংখ্যা দুটিতেই কেন কাঁটা থাকে তা নিয়ে নানা প্রচলিত মত রয়েছে৷
#কলকাতা: আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা আমরা জাস্ট দেখার জন্যেই দেখি, সেই সব বিষয় কেন তা নিয়ে বড় একটা মাথা ঘামাই না৷ যেমন সকলেই ঘড়ি কিনে থাকেন৷ তা সে দেওয়াল ঘড়ি হোক বা হাত ঘড়ি৷ যখনই ঘড়ি কেনেন দেখেছেন কি যেখান থেকে যে ঘড়িই কিনুন না কেন তাতে প্রাথমিকভাবে সময়টা ১০:১০ দেখানো থাকে৷ কিন্তু কেন এমনটা হয়আ সেটা নিয়ে মাথা ঘামিয়েছেন কি? এই সামাণ্য একটা সংখ্যা পৃথিবীর প্রায় সব চেনাশোনা দেশে ঘড়ি বিক্রির সময় দেখা যায়৷ এই সংখ্যা দুটিতেই কেন কাঁটা থাকে তা নিয়ে নানা প্রচলিত মত রয়েছে৷ Photo- Representative
advertisement
সব থেকে বহুল প্রচলিত যে মত তাতে বলা হয় ১০টা বেজে ১০ মিনিট নাকি ঘড়ি আবিষ্কারের সময়৷ তাই সেটাকে মান্যতা দিতেই এই সংখ্যা ব্যবহার করা হয়৷ কিন্তু সেটা নয়৷ চতুর্দশ শতাব্দীতে ইউরোপে প্রথম ঘড়ির ব্যবহার শুরু হয়৷ আধুনিক ঘড়ি অর্থাৎ পেন্ডুলাম দেওয়া ঘড়ি প্রথম আসে ১৬৫৬ সালে৷ কিন্তু কোথাও কোনও প্রমাণ নেই ১০:১০ এ ঘড়ি আবিষ্কার হয়েছিল৷ Photo- Representative
advertisement
বিভিন্ন ঘড়ি কোম্পানি বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা খরচ করে৷ যদি ঘড়িতে ১০ টা ১০ এ কাঁটা দুটি থাকে তাহলে ঘড়ির ব্র্যান্ড নেম একেবারে পরিষ্কারভাবে দেখা যায়৷ রোলেক্স বছরে ৫০ মিলিয়ন ডলার খরচ করে৷ এরপর যে ঘড়ি কোম্পানির খরচ তালিকায় রয়েছে তা ওমেগা৷ এরকমভাবে ঘড়ি কোম্পানিদের নাম যেখানে লেখা থাকে সেই জায়গাটা পরিষ্কারভাবে দেখা যায় সেই জন্যে ১০.১০ এ কাঁটা থাকে৷ Photo- Representative
advertisement
১০ টা ১০-র সঙ্গে আরও একটা মজার বিষয় যুক্ত ৷ যদি ক্রোনোমিটারে এই সময়টা দেখা হয় তাহলে অদ্ভুত একটা হাসি মুখের মতো থাকে এই সময়ে দুটো কাঁটা৷ এর আগে ঘড়ি বিক্রির সময় সাধারণত কাঁটা থাকত ৮টা ২০ তে৷ মুখের আদল হিসেবে দেখলে ৮.২০ মানে একেবারে দুঃখী মুখের এক্সপ্রেশন৷ তাই নিশ্চিতভাবেই হাসি মুখের এক্সপ্রেশন সকলেরই পছন্দের৷ Photo- Representative
advertisement
advertisement
দুটি ঐতিহাসিক ঘটনার সঙ্গেও ঘড়ির এই ১০:১০ কে যুক্ত করার একটা চেষ্টা চলে৷ একটা মতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে গুলিবিদ্ধ করে যে সময়ে হত্যা করা হয়েছিল সেটা ১০ টা বেজে ১০ মিনিট৷ যে কথা সত্যি নয়৷ তাঁকে গুলি করা হয়েছিল ১০টা ১৫ মিনিট নাগাদ আর পরদিন সকাল ৭টা ২২ নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ আরেকটি মত অনুযায়ী নাগাসাকি কিম্বা হিরোশিমায় পরমাণু বোমা ফেলার সময় এটা৷ কিন্তু এটার আসল টাইম ১১টা ২৷ ফলে এই দুটো ঐতিহাসিক ঘটনার সঙ্গে কোনওভাবেই ঘড়ির ১০ টা ১০ কে যুক্ত করা যায় না৷ Photo- Representative