প্রায়শই দেখা যায়, নির্জন দুপুরে বা রাতের অন্ধকারে বেড়াল কেঁদে কেঁদে বেড়ায়৷ বাড়ির আনাচেকানাচে, নির্জন স্থানে বেড়ালের কান্না শুনে অনেকেরই বুক কেঁপে ওঠে৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, এই বেড়ালের কান্নার অর্থ কী৷
2/ 7
হ্যাঁ, সেটাই আজকের আলোচ্চ্য বিষয়৷ প্রথম জানতে হবে, বিড়াল কি সত্যিই কাঁদে? মানে যে ডাককে আমরা কান্না বলে মনে করি, সেটি আসলেই কি বেড়ালের কান্নার শব্দ? অনেকে মনে করেন, অশুভ কোনও ঘটনার ইঙ্গিত বেড়ালের কান্নার শব্দ৷
3/ 7
কেউ, কেউ আবার ভাবেন, বেড়ালের কান্নার শব্দ আসলে রাতের বেলা কোনও অশরীরির উপস্থিতির ইঙ্গিত পেলে ঘটে৷ সে ক্ষেত্রে ভৌতিক কোনও কার্যকলাপের ইঙ্গিত হিসাবে বেড়ালের ওই ডাকটিকে চিহ্নিত করতে চান কেউ কেউ৷
4/ 7
অনেকে আবার মনে করেন, কালো বেড়ালের সঙ্গে তন্ত্র সাধনার কোনও যোগ আছে৷ সেই কারণে কালো বেড়ালকে অশুভ বলে মনে করেন তাঁরা৷ বারবার বেড়ালের ঘরে প্রবেশ করাকেও কেউ কেউ অশুভ বলে চিহ্নিত করেন৷
5/ 7
যদিও প্রাথমিক ভাবে মনে করা হয়, বেড়ালের কান্না অত্যন্ত অশুভ৷ মনে করা হয়, এই ঘটনা যদি কোনও বাড়িতে ঘটে, তা হলে বাড়ির লোকেদের জীবনে কোনও একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ বেড়াল ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয় বলেও অনেকে মনে করেন৷
6/ 7
যদি দেখা যায়, বেড়াল বাড়ির মধ্যে নিজেদের মধ্যে লড়াই করছে, তার অর্থ পরিবারের অর্থকষ্টে পড়তে চলেছে৷ পারিবারিক কলহের ইঙ্গিত এটি, এমনও মনে করেন অনেকে৷
7/ 7
এ ছাড়াও বেড়ালের বিষয়ে কিছু শুভ দিক আছে বলেও কেউ কেউ চিহ্নিত করেন৷ যেমন বলা হয়, বেড়াল যদি দিপাবলীর দিন বাড়িতে আসে, সেই ঘটনা অত্যন্ত শুভ৷ আবার বেড়াল যদি বাঁ-দিক থেকে রাস্তা পার হয়, তা হলে তা অশুভ, তাতে কাজে বিঘ্ন ঘটে৷
Cat Cry: রাতের বেলা বেড়াল কাঁদলে কী হয়, কেন কাঁদে এটি? ফল শুনলে চমকে যেতে হবে
প্রায়শই দেখা যায়, নির্জন দুপুরে বা রাতের অন্ধকারে বেড়াল কেঁদে কেঁদে বেড়ায়৷ বাড়ির আনাচেকানাচে, নির্জন স্থানে বেড়ালের কান্না শুনে অনেকেরই বুক কেঁপে ওঠে৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, এই বেড়ালের কান্নার অর্থ কী৷
Cat Cry: রাতের বেলা বেড়াল কাঁদলে কী হয়, কেন কাঁদে এটি? ফল শুনলে চমকে যেতে হবে
হ্যাঁ, সেটাই আজকের আলোচ্চ্য বিষয়৷ প্রথম জানতে হবে, বিড়াল কি সত্যিই কাঁদে? মানে যে ডাককে আমরা কান্না বলে মনে করি, সেটি আসলেই কি বেড়ালের কান্নার শব্দ? অনেকে মনে করেন, অশুভ কোনও ঘটনার ইঙ্গিত বেড়ালের কান্নার শব্দ৷
Cat Cry: রাতের বেলা বেড়াল কাঁদলে কী হয়, কেন কাঁদে এটি? ফল শুনলে চমকে যেতে হবে
কেউ, কেউ আবার ভাবেন, বেড়ালের কান্নার শব্দ আসলে রাতের বেলা কোনও অশরীরির উপস্থিতির ইঙ্গিত পেলে ঘটে৷ সে ক্ষেত্রে ভৌতিক কোনও কার্যকলাপের ইঙ্গিত হিসাবে বেড়ালের ওই ডাকটিকে চিহ্নিত করতে চান কেউ কেউ৷
Cat Cry: রাতের বেলা বেড়াল কাঁদলে কী হয়, কেন কাঁদে এটি? ফল শুনলে চমকে যেতে হবে
অনেকে আবার মনে করেন, কালো বেড়ালের সঙ্গে তন্ত্র সাধনার কোনও যোগ আছে৷ সেই কারণে কালো বেড়ালকে অশুভ বলে মনে করেন তাঁরা৷ বারবার বেড়ালের ঘরে প্রবেশ করাকেও কেউ কেউ অশুভ বলে চিহ্নিত করেন৷
Cat Cry: রাতের বেলা বেড়াল কাঁদলে কী হয়, কেন কাঁদে এটি? ফল শুনলে চমকে যেতে হবে
যদিও প্রাথমিক ভাবে মনে করা হয়, বেড়ালের কান্না অত্যন্ত অশুভ৷ মনে করা হয়, এই ঘটনা যদি কোনও বাড়িতে ঘটে, তা হলে বাড়ির লোকেদের জীবনে কোনও একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ বেড়াল ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয় বলেও অনেকে মনে করেন৷
Cat Cry: রাতের বেলা বেড়াল কাঁদলে কী হয়, কেন কাঁদে এটি? ফল শুনলে চমকে যেতে হবে
এ ছাড়াও বেড়ালের বিষয়ে কিছু শুভ দিক আছে বলেও কেউ কেউ চিহ্নিত করেন৷ যেমন বলা হয়, বেড়াল যদি দিপাবলীর দিন বাড়িতে আসে, সেই ঘটনা অত্যন্ত শুভ৷ আবার বেড়াল যদি বাঁ-দিক থেকে রাস্তা পার হয়, তা হলে তা অশুভ, তাতে কাজে বিঘ্ন ঘটে৷