Who is Dhruvi Patel: সৌন্দর্য আর সমাজসেবাকে মিলিয়েছেন এক খাতে, Miss India Worldwide ধ্রুবি প্যাটেলের জীবন এক উজ্জ্বল অনুপ্রেরণা

Last Updated:
Miss India Worldwide Dhruvi Patel: ধ্রুবির জন্ম কিন্তু এ দেশেই- গুজরাতে। খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে ইউএস-তে পাড়ি, সেখানেই কমপিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা, কুইনিপায়াক ইউনিভার্সিটি থেকে।
1/7
"মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডে বিজয়িনীর শিরোপা এক অত্যাশ্চর্য সাফল্য, এ শুধুই এক মুকুট নয়, তা আমার ঐতিহ্য, আমার সংস্কারকে যেমন প্রতিফলিত করে, তেমনই বিশ্বমঞ্চে অন্যদের অনুপ্রাণিত করার সুযোগও দেয়", বলছেন ধ্রুবি প্যাটেল। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
"মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডে বিজয়িনীর শিরোপা এক অত্যাশ্চর্য সাফল্য, এ শুধুই এক মুকুট নয়, তা আমার ঐতিহ্য, আমার সংস্কারকে যেমন প্রতিফলিত করে, তেমনই বিশ্বমঞ্চে অন্যদের অনুপ্রাণিত করার সুযোগও দেয়", বলছেন ধ্রুবি প্যাটেল। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
2/7
এই জায়গায় এসে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড নিয়ে দু-চার কথা বলতেই হয়। মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতার কথা আমরা জানি, তবে এই প্রতিযোগিতার বিষয়ে অনেকেই জানেন না। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
এই জায়গায় এসে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড নিয়ে দু-চার কথা বলতেই হয়। মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতার কথা আমরা জানি, তবে এই প্রতিযোগিতার বিষয়ে অনেকেই জানেন না। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
3/7
জন্মসূত্রে ভারতীয়-মার্কিন বাসিন্দা নীলম আর ধর্মাত্মা সারনের পরিচালনায় ইন্ডিয়া ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এ বছর যেমন নিউ জার্সির এডিসনে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইডের মুকুট মাথায় উঠল ২৪ বছরের ধ্রুবি প্যাটেলের। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
জন্মসূত্রে ভারতীয়-মার্কিন বাসিন্দা নীলম আর ধর্মাত্মা সারনের পরিচালনায় ইন্ডিয়া ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এ বছর যেমন নিউ জার্সির এডিসনে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইডের মুকুট মাথায় উঠল ২৪ বছরের ধ্রুবি প্যাটেলের। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
4/7
ধ্রুবির জন্ম কিন্তু এ দেশেই- গুজরাতে। খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে ইউএস-তে পাড়ি, সেখানেই কমপিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা, কুইনিপায়াক ইউনিভার্সিটি থেকে। মা-বাবার মূল্যবোধ সব সময়েই অনুপ্রাণিত করেছে আর্তের সেবায়। সেখান থেকেই প্রতিষ্ঠা থ্রিডিচ্যারিটিজের, এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিত সমাজসেবার মাধ্যমে অনুদান পাঠিয়ে থাকে ইউনিসেফ এবং ফিডিং আমেরিকার মতো প্রতিষ্ঠানকে। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
ধ্রুবির জন্ম কিন্তু এ দেশেই- গুজরাতে। খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে ইউএস-তে পাড়ি, সেখানেই কমপিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা, কুইনিপায়াক ইউনিভার্সিটি থেকে। মা-বাবার মূল্যবোধ সব সময়েই অনুপ্রাণিত করেছে আর্তের সেবায়। সেখান থেকেই প্রতিষ্ঠা থ্রিডিচ্যারিটিজের, এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিত সমাজসেবার মাধ্যমে অনুদান পাঠিয়ে থাকে ইউনিসেফ এবং ফিডিং আমেরিকার মতো প্রতিষ্ঠানকে। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
5/7
অবশ্য একা নয়, এই কাজে ধ্রুবিকে সাহায্য করেন তাঁর তিন ভাইবোন- ভূমিকা, দৃষ্টি এবং দর্শ প্যাটেল। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
অবশ্য একা নয়, এই কাজে ধ্রুবিকে সাহায্য করেন তাঁর তিন ভাইবোন- ভূমিকা, দৃষ্টি এবং দর্শ প্যাটেল। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
6/7
পাশাপাশি, ধ্রুবি কাজ করেন সৌন্দর্য প্রতিযোগিতা নিয়েও, অনুপ্রাণিত করেন অন্যদের আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রেক্ষাপট গড়ে তুলতে। এটাই তাঁর প্রথম সেরা সুন্দরীর খেতাব নয়, এর আগে ২০২৩ সালে তিনি জিতেছেন মিস ইন্ডিয়ান নিউ ইংল্যান্ডের খেতাব। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
পাশাপাশি, ধ্রুবি কাজ করেন সৌন্দর্য প্রতিযোগিতা নিয়েও, অনুপ্রাণিত করেন অন্যদের আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রেক্ষাপট গড়ে তুলতে। এটাই তাঁর প্রথম সেরা সুন্দরীর খেতাব নয়, এর আগে ২০২৩ সালে তিনি জিতেছেন মিস ইন্ডিয়ান নিউ ইংল্যান্ডের খেতাব। Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
7/7
ওই একই মঞ্চে মিস ইন্ডিয়ান টিন নিউ ইংল্যান্ড হিসেবে জয়ী হন তাঁর বোন দৃষ্টিও। রূপ এবং গুণের সমাহারে সঙ্গত কারণেই তাই ধ্রুবির ইনস্টাগ্রাম হ্যান্ডলে ১৮.৬ হাজার অনুরাগীর ভিড়। সেখানে সমাজসেবা, শরীরচর্চা, সাঁতার- উঠে আসে ধ্রুবির জীবনের টুকরো ঝলক। ধ্রুবির বর্তমানে মোট সম্পদ কত, তা অবশ্য রয়ে গিয়েছে অজানা। তবে ভবিষ্যতে যে তা বাড়বে বই কমবে না, সে কথা হলফ করে বলা যায়। এবার বলিউড থেকে কবে ডাক আসে, সেটাই দেখার! Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
ওই একই মঞ্চে মিস ইন্ডিয়ান টিন নিউ ইংল্যান্ড হিসেবে জয়ী হন তাঁর বোন দৃষ্টিও। রূপ এবং গুণের সমাহারে সঙ্গত কারণেই তাই ধ্রুবির ইনস্টাগ্রাম হ্যান্ডলে ১৮.৬ হাজার অনুরাগীর ভিড়। সেখানে সমাজসেবা, শরীরচর্চা, সাঁতার- উঠে আসে ধ্রুবির জীবনের টুকরো ঝলক। ধ্রুবির বর্তমানে মোট সম্পদ কত, তা অবশ্য রয়ে গিয়েছে অজানা। তবে ভবিষ্যতে যে তা বাড়বে বই কমবে না, সে কথা হলফ করে বলা যায়। এবার বলিউড থেকে কবে ডাক আসে, সেটাই দেখার! Photo Courtesy: dhruvipatel.1 (Instagram)
advertisement
advertisement
advertisement