লিফটে হঠাৎ আটকে পড়লে কী করবেন? প্রথমেই করতে হবে একটা কাজ, ভয় পেলে সব শেষ

Last Updated:
Lift: লিফটে কোনওদিন হঠাৎ আটকে পড়লে কী করবেন? জেনে নিন।
1/8
শহর মানেই উঁচু উঁচু বিল্ডিং। আর সেই বিল্ডিংয়ে বিভিন্ন অফিসে পৌঁছতে লিফট ছাড়া গতি নেই।
শহর মানেই উঁচু উঁচু বিল্ডিং। আর সেই বিল্ডিংয়ে বিভিন্ন অফিসে পৌঁছতে লিফট ছাড়া গতি নেই।
advertisement
2/8
বহু মানুষকে প্রতিদিন লিফট ব্যবহার করতে হয়। কখনও যদি লিফটে আটকে পড়েন! ভয়ানক পরিস্থিতি হতে পারে! তবে ভয় পেলে চলবে না।
বহু মানুষকে প্রতিদিন লিফট ব্যবহার করতে হয়। কখনও যদি লিফটে আটকে পড়েন! ভয়ানক পরিস্থিতি হতে পারে! তবে ভয় পেলে চলবে না।
advertisement
3/8
ভয় পেলে কিন্তু আপনার শরীর বিগড়ে যেতে পারে। ফলে সাহস রাখতে হবে। বুঝতে হবে, প্রযুক্তিগত কারণে লিফট খারাপ হয়েছে। ধৈর্য ও সাহস রাখতে পারলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।
ভয় পেলে কিন্তু আপনার শরীর বিগড়ে যেতে পারে। ফলে সাহস রাখতে হবে। বুঝতে হবে, প্রযুক্তিগত কারণে লিফট খারাপ হয়েছে। ধৈর্য ও সাহস রাখতে পারলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।
advertisement
4/8
ভিতর থেকে হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করবেন না। এতে আপনি আরও আতঙ্কিত হয়ে পড়তে পারেন। দরজা তো খুলতে পারবেনই না, উল্টে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন।
ভিতর থেকে হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করবেন না। এতে আপনি আরও আতঙ্কিত হয়ে পড়তে পারেন। দরজা তো খুলতে পারবেনই না, উল্টে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন।
advertisement
5/8
লিফটের সব বোতাম টিপতে যাবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
লিফটের সব বোতাম টিপতে যাবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
advertisement
6/8
প্রথমেই লিফটের অ্যালার্ম বোতামটি টিপুন। মোবাইলে টাওয়ার থাকলে প্রিয় জনকে ফোন করে জানাতে পারেন।
প্রথমেই লিফটের অ্যালার্ম বোতামটি টিপুন। মোবাইলে টাওয়ার থাকলে প্রিয় জনকে ফোন করে জানাতে পারেন।
advertisement
7/8
এখন বেশিরভাগ লিফটে ফোন ইনস্টল করা থাকে। সেটা ব্যবহার করুন, নিরাপত্তারক্ষীকে জানান।
এখন বেশিরভাগ লিফটে ফোন ইনস্টল করা থাকে। সেটা ব্যবহার করুন, নিরাপত্তারক্ষীকে জানান।
advertisement
8/8
মনে রাখবেন, মনটাকে শান্ত রাখতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। আর কোনওভাবেই লিফটের সুইচ এলেমেলোভাবে টিপতে থাকে যাবে না।
মনে রাখবেন, মনটাকে শান্ত রাখতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। আর কোনওভাবেই লিফটের সুইচ এলেমেলোভাবে টিপতে থাকে যাবে না।
advertisement
advertisement
advertisement