বোরোলিন-এর মানে কী জানেন? বাঙালির প্রিয় ক্রিম, অথচ অনেকেই জানেন না!

Last Updated:
Boroline- ১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেই সময় বোরোলিনের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ ক্রিমের টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।
1/6
বাঙালির প্রিয় ক্রিম। যে কোনও ত্বকের সমস্যায় এখনও বহু বাঙালি পরিবারের অন্যতম ভরসা বোরোলিন। শীতের এই সময় তো প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে এই ক্রিম দেখা যায়।
বাঙালির প্রিয় ক্রিম। যে কোনও ত্বকের সমস্যায় এখনও বহু বাঙালি পরিবারের অন্যতম ভরসা বোরোলিন। শীতের এই সময় তো প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে এই ক্রিম দেখা যায়।
advertisement
2/6
সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম-বোরোলিন। এই স্লোগান-এর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। কাটা, ফোলা, পোড়া - ত্বকের যে কোনও সমস্যার ম্যাজিক সমাধান। তবে আর পাঁচটা প্রসাধনী পণ্যের সঙ্গে এই ক্রিম-এর তফাত রয়েছে।
সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম-বোরোলিন। এই স্লোগান-এর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। কাটা, ফোলা, পোড়া - ত্বকের যে কোনও সমস্যার ম্যাজিক সমাধান। তবে আর পাঁচটা প্রসাধনী পণ্যের সঙ্গে এই ক্রিম-এর তফাত রয়েছে।
advertisement
3/6
বঙ্গ জীবনের অঙ্গ এই ক্রিম।  ১৯২৯ সালে জিডি ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠা করেছিলেন গৌরমোহন দত্ত। এটিই বোরোলিনের মাদার কোম্পানি।  অতি সাধারণ সবুজ রঙের টিউবে প্যাকেজিং করা শুরু হয়েছিল এই ক্রিম-এর।
বঙ্গ জীবনের অঙ্গ এই ক্রিম। ১৯২৯ সালে জিডি ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠা করেছিলেন গৌরমোহন দত্ত। এটিই বোরোলিনের মাদার কোম্পানি। অতি সাধারণ সবুজ রঙের টিউবে প্যাকেজিং করা শুরু হয়েছিল এই ক্রিম-এর।
advertisement
4/6
১৯২৯-এ বোরোলিন -এর জন্ম। বাঙালি ব্যবসা করতে পারে না, এই ধারণাই বদলে দিয়েছিলেন গৌরমোহন দত্ত। তাঁর এই পণ্য সারা দেশে ব্যাপক জনপ্রিয় হয়েছিল একটা সময়।
১৯২৯-এ বোরোলিন -এর জন্ম। বাঙালি ব্যবসা করতে পারে না, এই ধারণাই বদলে দিয়েছিলেন গৌরমোহন দত্ত। তাঁর এই পণ্য সারা দেশে ব্যাপক জনপ্রিয় হয়েছিল একটা সময়।
advertisement
5/6
১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেই সময় বোরোলিনের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ ক্রিমের টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। তবে জানেন কি, এই বোরোলিন শব্দটারও একটা মানে রয়েছে। বহু বাঙালিই হয়তো জানেন না!
১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেই সময় বোরোলিনের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ ক্রিমের টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। তবে জানেন কি, এই বোরোলিন শব্দটারও একটা মানে রয়েছে। বহু বাঙালিই হয়তো জানেন না!
advertisement
6/6
Boroline-শব্দের প্রথম অংশ Boro, এটির উদ্ভব বোরিক পাউডার থেকে। এই বোরিক পাউডারের কিন্তু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। আর Olin শব্দটি ল্যাটিন শব্দ। এর উদ্ভব Olean শব্দ থেকে। এটির মানে তেল।
Boroline-শব্দের প্রথম অংশ Boro, এটির উদ্ভব বোরিক পাউডার থেকে। এই বোরিক পাউডারের কিন্তু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। আর Olin শব্দটি ল্যাটিন শব্দ। এর উদ্ভব Olean শব্দ থেকে। এটির মানে তেল।
advertisement
advertisement
advertisement