Wedding Night: দিনের পর দিন শারীরিক সম্পর্ক, লুকিয়ে বিয়েও করেন মন্দিরে, ফের দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েই সব শেষ! তারপরই ঘটে গেল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Wedding Night: বিয়ের খুশির মধ্যে আচমকাই নেমে এল শোকের ছায়া৷ ইউপির গোরখপুরের শাহপুর এলাকায় জোরকদমে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু আচমকাই সেখানে হাজির হন পুলিশ৷ মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাই পাল্টে যায়৷
advertisement
advertisement
গোরখপুরের মহেন্দ্র রাজ বিছিয়ার বাসিন্দা। গত ৭ বছর ধরে শাহপুরের এক তরুণীর সঙ্গে লিভ-ইন রিলেশনে ছিলেন তিনি। মেয়েটির অভিযোগ, মহেন্দ্র তাকে মন্দিরে বিয়ে করে স্ত্রীর মতো ভাড়া বাড়িতে রেখেছিল। এ সময় দু'জনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। মেয়েটির বারবার পরিবারে কথা তুলতেই মহেন্দ্র তাকে তাড়াহুড়ো না করতে বলেছিল।
advertisement
advertisement
advertisement