‘বাবাকে একটা চাকরি দিন’, লিঙ্কডইনে দিল্লির তরুণীর পোস্ট ভাইরাল, চোখে জল আসবে আপনারও
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Father-Daughter Job: ‘তরুণী জানিয়েছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তাঁর বাবার চার দশকের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে পেইন্ট শপ সেগমেন্টে।
advertisement
advertisement
advertisement
তরুণীর বাবা লিঙ্কডইন-এ নেই। তিনি লিখেছেন, “আমার বাবা কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই খুব একটা ব্যবহার করেন না। তাঁর হয়ে আমি, তাঁর গর্বিত মেয়ে, বাবার রেজ্যুম এবং অভিজ্ঞতার কথা জানাতে চাই। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বাবার ৩০-৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে পেইট শপ সেগমেন্টে। তিনি ম্যানেজার, প্ল্যান্ট হেড, ডিরেক্টর ও সিইও হিসেবে স্বরাজ মাজদা, মারুতি জয়েন্ট ভেঞ্চার, আলফা কোটেক ইন্ডাস্ট্রি, কেডি ইন্ডাস্ট্রিজ প্রভৃতি কোম্পানিতে কাজ করেছেন।”
advertisement
পোস্টে তরুণী জানিয়েছেন, তাঁর বাবা অত্যন্ত শান্ত, কোমল স্বভাবের মানুষ। কিন্তু জ্ঞানী এবং দক্ষ। পাশপাশি জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের অনেকেই কোম্পানি পরিবর্তন করে হলেও তাঁর সঙ্গেই কাজ করতে চান। বর্তমানে কোম্পানিতে আর্থিক টালমাটাল চলছে। গত এক বছর ধরে বেতন হয়নি। তবু তাঁর বাবা, ওই কোম্পানিতেই কাজ করছেন।
advertisement
advertisement
লিঙ্কডইনে এই পোস্ট ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, “মেয়ে হিসেবে আপনি আপনার বাবার গর্ব। আমিও এক মেয়ের বাবা। আশা করি, জীবনের প্রতিকূল পরিস্থিতি এলে আমার মেয়েও এভাবে আমার পাশে দাঁড়াবে। আপনি আমার মতো অনেক বাবারই হৃদয় ছুঁয়ে গিয়েছেন। আপনি সত্যিই সম্মান পাওয়ার যোগ্য।” আরেকজন ইউজার লিখেছেন, “মনে হত এই প্ল্যাটফর্মের ৯০ শতাংশ পোস্টই আদতে ফালতু। কিন্তু আপনার পোস্ট দেখে সিদ্ধান্ত বদলালাম। সোশ্যাল প্ল্যাটফর্মের সবকিছু খারাপ হয় না।