Volcanic Eruptions :জাগছে আগ্নেয়গিরি, গলবে হিমবাহ! হারিয়ে যেতে পারে গোটা একটা ঋতুই!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন বছরের শুরুতেই বড় বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এক সাংঘাতিক অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন তাঁরা।
advertisement
জেনেভা ইউনিভার্সিটির জলবায়ু বিষয়ক অধ্যাপক মার্কাস স্টফেল এমনই মত প্রকাশ করেছেন। যা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে আছেন। ১৮১৫ সালে ইন্দোনেশিয়ার মাউন্ট তামবোরা আগ্নেয়গিরিতে ভয়ংকর এক অগ্ন্যুৎপাত ঘটেছিল। তার প্রভাব এতই বেশি ছিল যে, তাতে নষ্ট হয়ে গিয়েছিল গোটা অঞ্চলের জলবায়ু। দাবি, এবারের অগ্ন্যুৎপাত ছাপিয়ে যেতে পারে সেই ভয়াবহতাকেও! প্রতীকী ছবি
advertisement
জেনেভা ইউনিভার্সিটির জলবায়ু বিষয়ক অধ্যাপক মার্কাস স্টফেল এমনই মত প্রকাশ করেছেন। যা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে আছেন। ১৮১৫ সালে ইন্দোনেশিয়ার মাউন্ট তামবোরা আগ্নেয়গিরিতে ভয়ংকর এক অগ্ন্যুৎপাত ঘটেছিল। তার প্রভাব এতই বেশি ছিল যে, তাতে নষ্ট হয়ে গিয়েছিল গোটা অঞ্চলের জলবায়ু। দাবি, এবারের অগ্ন্যুৎপাত ছাপিয়ে যেতে পারে সেই ভয়াবহতাকেও! প্রতীকী ছবি
advertisement
advertisement
এবারে বিজ্ঞানীদের জানাচ্ছেন, এবারের অগ্ন্যুৎপাত হতে পারে অকল্পনীয়। প্রবল অগ্ন্যুৎপাতের ফলে হারিয়ে যেতে পারে গোটা একটা ঋতু! হারিয়ে যেতে পারে গোটা গ্রীষ্মকালটাই!
সম্প্রতি হাওয়াইতে কিঙ্গাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির এই ভয়ঙ্কর রূপে আতঙ্কিত বিজ্ঞানীরা। প্রতীকী ছবি
সম্প্রতি হাওয়াইতে কিঙ্গাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির এই ভয়ঙ্কর রূপে আতঙ্কিত বিজ্ঞানীরা। প্রতীকী ছবি
advertisement
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৮০ মিটার বা ২৬০ ফুট পর্যন্ত উচ্চতায় ছড়িয়ে যায় এই আগ্নেয়গিরির লাভা। ফলে চারিদিক ঢেকে যায় ধোঁয়ায়, গ্যাসের আস্তরণে ঢেকে যায় গোটা এলাকা।
এই অগ্নুৎপাতের জেরে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা, ক্রমবর্ধমান উষ্ণতার জেরে হিমবাহের স্তর গলে যাওয়ায় ম্যাগমা চেম্বারগুলির উপর চাপ কমবে। ফলে ঘটবে ঘন ঘন অগ্নুৎপাতের ঘটনা। প্রতীকী ছবি
এই অগ্নুৎপাতের জেরে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা, ক্রমবর্ধমান উষ্ণতার জেরে হিমবাহের স্তর গলে যাওয়ায় ম্যাগমা চেম্বারগুলির উপর চাপ কমবে। ফলে ঘটবে ঘন ঘন অগ্নুৎপাতের ঘটনা। প্রতীকী ছবি
advertisement