Viral Wife Of Delhi:দিল্লির এই মহিলার বিয়ের 'নেশা',সাতটা স্বামী,কিন্তু বিয়ের পরই মাথা ঠোকেন স্বামীরা,কেন জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
মহিলার সাতটা স্বামী, এক জনের সঙ্গেও ডিভোর্স হয়নি কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই স্বামীদের মাথায় হাত
একজন বা দু’জন নয়, দিল্লির এই মহিলার সাতজন স্বামী। দিল্লির বিভিন্ন এলাকার বিভিন্ন ছেলেকে বিয়ে করেছেন মহিলা এবং তাও ডিভোর্স না নিয়েই। ভারতে যেখানে বিয়েকে পবিত্র সম্পর্ক বলে মনে করা হয়, সেখানে তিনি বিয়েকে তামাশা করে তুলেছেন, বিভিন্ন ছেলেকে বিয়ে করে টাকা লুঠ করে পালিয়েছেন। কী বলছেন মহিলার সপ্তম স্বামী?
advertisement
মহিলার সপ্তম স্বামী সুরজ সাইনি জানান, তাঁর স্ত্রীর নাম জ্যোতি, ডাকনাম কিট্টু। সুরজ সাইনির দাবি, মাত্র ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রীর সত্যতা সম্পর্কে জানতে পারেন। জানতে পারেন জ্যোতি ইতিমধ্যে অনেকের সঙ্গে বিবাহিাত এবং সেই সমস্ত ছেলেরা দিল্লির বাসিন্দা। সুরজ জানান, জ্যোতি প্রথমে ছেলেদের নিজের প্রেমের ফাঁদে ফেলেন, পরে জোর করে হুমকি দিয়ে বিয়ে করেন এবং পরে নির্যাতন করে টাকা নিয়ে পালিয়ে যান।
advertisement
সুরজ জানান, জ্যোতি নাংলোইয়ের বাসিন্দা। তাঁরা নিজেদের এলাকায় একটি জাগরণে দেখা করেছিলেন। যেখানে কথা বলতে বলতে তাঁরা দুজনেই প্রেমে পড়েন এবং জ্যোতি গর্ভবতী হয়ে পড়েন। এর পর সে সুরজকে বিয়ের জন্য চাপ দেন জ্যোতি। বিয়ের পর সে শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে নাংলোইতে থাকতে শুরু করেন। মেয়েটির বাবা-মায়ের বাড়িও কাছেই ছিল।
advertisement
advertisement
advertisement