Viral Raged Bull Attacks Man: মাঝরাস্তায় খ্যাপা ষাঁড়ের শিং দিয়ে আছাড় ব্যক্তিকে! ভিডিও করলেন পথচারীরা, তারপর?

Last Updated:
Viral Video: শিংয়ে তুলে ওই ব্যক্তিকে আছাড় মারতেও দেখা যায় খ্যাপা ষাঁড়টিকে।
1/8
খ্যাপা ষাঁড়ের মুখে যিনি পড়েছেন, তাঁর হাড়ে হাড়ে টের পাওয়া হয়ে গিয়েছে কাকে বলে ভয়। আর ষাঁড়ের গুঁতোয় ভুক্তভোগী হলে তো কথাই নেই। মর্মান্তিক সেই অভিজ্ঞতা!
খ্যাপা ষাঁড়ের মুখে যিনি পড়েছেন, তাঁর হাড়ে হাড়ে টের পাওয়া হয়ে গিয়েছে কাকে বলে ভয়। আর ষাঁড়ের গুঁতোয় ভুক্তভোগী হলে তো কথাই নেই। মর্মান্তিক সেই অভিজ্ঞতা!
advertisement
2/8
এমনই অভিজ্ঞতা হয়েছে এক ব্যক্তির। তার ওই অভিজ্ঞতার ঘটনা এখন ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো ভাইরাল। উত্তর গুয়াহাটিতে শনিবার সকালে রাগী এক ষাঁড়ের সামনে পড়েছিলেন ওই ব্যক্তি।
এমনই অভিজ্ঞতা হয়েছে এক ব্যক্তির। তার ওই অভিজ্ঞতার ঘটনা এখন ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো ভাইরাল। উত্তর গুয়াহাটিতে শনিবার সকালে রাগী এক ষাঁড়ের সামনে পড়েছিলেন ওই ব্যক্তি।
advertisement
3/8
প্রচণ্ড রাগী ওই ষাঁড়কে কাবু করা যে সে কর্ম নয়। বাঁকা শিং দিয়ে অনবরত সে আক্রমণ করতে থাকে ওই ব্যক্তিকে। রাস্তার এক পাশে রাখা বালির মধ্যে ক্রমাগত ওই ব্যক্তিকে শিং দিয়ে হামলা করে ষাঁড়টি।
প্রচণ্ড রাগী ওই ষাঁড়কে কাবু করা যে সে কর্ম নয়। বাঁকা শিং দিয়ে অনবরত সে আক্রমণ করতে থাকে ওই ব্যক্তিকে। রাস্তার এক পাশে রাখা বালির মধ্যে ক্রমাগত ওই ব্যক্তিকে শিং দিয়ে হামলা করে ষাঁড়টি।
advertisement
4/8
দূর থেকে এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন অনেকেই। ষাঁড়ের গুঁতোর মুখে পড়ে রীতিমতো গুটিয়ে গিয়েছেন ওই ব্যক্তি। শিংয়ে তুলে ওই ব্যক্তিকে আছাড় মারতেও দেখা যায় খ্যাপা ষাঁড়টিকে।
দূর থেকে এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন অনেকেই। ষাঁড়ের গুঁতোর মুখে পড়ে রীতিমতো গুটিয়ে গিয়েছেন ওই ব্যক্তি। শিংয়ে তুলে ওই ব্যক্তিকে আছাড় মারতেও দেখা যায় খ্যাপা ষাঁড়টিকে।
advertisement
5/8
ষাঁড়ের কাছাকাছি গিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে না পারলেও দূর থেকে ঢিল ছুঁড়ে ষাঁড়টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে।
ষাঁড়ের কাছাকাছি গিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে না পারলেও দূর থেকে ঢিল ছুঁড়ে ষাঁড়টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে।
advertisement
6/8
বেশ খানিকক্ষণ শিংয়ের আঘাতে লোকটিকে জেরবার করার পর নিজেই সরে আসে ষাঁড়টি। ততক্ষণে অন্য পথচারীরা ভয়ে সরে যেতে থাকেন।
বেশ খানিকক্ষণ শিংয়ের আঘাতে লোকটিকে জেরবার করার পর নিজেই সরে আসে ষাঁড়টি। ততক্ষণে অন্য পথচারীরা ভয়ে সরে যেতে থাকেন।
advertisement
7/8
বেশ কিছুক্ষণ পর দেখা যায় বালির মধ্যে থেকে উঠে আসছেন শিংয়ের গুঁতোয় জেরবার ওই ব্যক্তি।
বেশ কিছুক্ষণ পর দেখা যায় বালির মধ্যে থেকে উঠে আসছেন শিংয়ের গুঁতোয় জেরবার ওই ব্যক্তি।
advertisement
8/8
এতক্ষণ সময় ধরে খ্যাপা ষাঁড়ের কবলে পরেও অবশেষে মুখে হাসি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। নিজের শরীরে লাগা ধুলো ও ক্ষত ঝাড়তে ঝাড়তে রাস্তা পেরিয়ে আসেন ওই ব্যক্তি। আর ষাঁড়টিও সরে যায় দূরে।
এতক্ষণ সময় ধরে খ্যাপা ষাঁড়ের কবলে পরেও অবশেষে মুখে হাসি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। নিজের শরীরে লাগা ধুলো ও ক্ষত ঝাড়তে ঝাড়তে রাস্তা পেরিয়ে আসেন ওই ব্যক্তি। আর ষাঁড়টিও সরে যায় দূরে।
advertisement
advertisement
advertisement