বিয়ের ১০ মাস পর তুমুল চমক। এবার সোশ্যাল মিডিয়া কাঁপছে আশ্চর্য এই ঘটনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই আজব ঘটনা যা ঘিরে হইচই পরে গিয়েছে নেটদুনিয়া জুড়ে। আশ্চর্য এই ঘটনায় ইন্দোনেশিয়ার এক মহিলা বিবাহের প্রায় ১০ মাস পরে বুঝতে পেরেছেন তাঁর স্বামী আসলে পুরুষই নন। সোশ্যাল মিডিয়ায় (Viral) ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ঘটনা। প্রতীকী ছবি।
কিন্তু, এখানেও চমক ছিল। যুবক মেয়েটিকে অত্যন্ত গোপনে সেই বিয়ে করতে চান। যুবকের ইচ্ছা মতো তাঁরা কাউকে না জানিয়ে খুবই গোপনীয়তার সঙ্গে বিবাহ বন্ধনে (Viral) আবদ্ধ হন। কনের বাড়ি থেকে ওই যুবককে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫.৭ লাখ টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, বিষয়টি জানাজানি হওয়ার আগেই বিয়ের পর ওই নবদম্পতি (Woman Finds Husband not a man)চলে যান অন্য শহরে। প্রতীকী ছবি।