কিন্তু কখনও লক্ষ্য করছেন ‘কিং অব হার্টস’-এর কেন গোঁফ নেই। জেনে নেওয়া যাক এর পিছনে রহস্যটা কী। ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব তাসে এই তিন ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। এক ফরাসি এই প্রতীক ব্যবহার করেন। অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। তখনও কিং অব হার্টস-এর ছবিতে গোঁফ বাদ দেওয়া হয়।