তাসের চারটি রাজা, কিন্তু এক জনের গোঁফ নেই কেন, জানুন অবাক করা তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
বর্তমানে অনলাইনেই তাস খেলে বেশি অভ্যস্ত আধুনিক প্রজন্ম। যারা অনলাইন বা এমনতি তা খেলেন তারা অনেকেই দেখে থাকবেন বাকি তিন রাজার গোঁফ থাকলেও কিং অফ হার্টসের কোনও গোঁফ নেই। কিন্তু এর কারণ জানা আছে কি?
advertisement
advertisement
advertisement
কিন্তু কখনও লক্ষ্য করছেন ‘কিং অব হার্টস’-এর কেন গোঁফ নেই। জেনে নেওয়া যাক এর পিছনে রহস্যটা কী। ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব তাসে এই তিন ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। এক ফরাসি এই প্রতীক ব্যবহার করেন। অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। তখনও কিং অব হার্টস-এর ছবিতে গোঁফ বাদ দেওয়া হয়।
advertisement
advertisement