প্রাচীন ভারতে শ্যাম্পু জাতীয় দ্রব্য চুলে ব্যবহার করা হতো ।আমলকী, ক্ষুণ ও বিবিধ বীরুৎ জাতীয় উদ্ভিদ থেকে তা প্রস্তুত করা হত। ১৭৬২ সালের দিকে হিন্দি শব্দ চাম্পু থেকে ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি ঘটে। শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি। হিন্দি শব্দটির দ্বারা তেল বা তৈলাক্ত কোনো বস্তুর দ্বারা মাথা ম্যাসেজ করাকে বোঝানো হত।
পরবর্তীতে ধীরে ধারে বিশ্ব জুড়ে শ্যাম্পুর ব্যবহার শুরু হয়। তা বাজারজাত করা হয়। বর্তমানে বিশ্ব জুড়ে শ্যাম্পুর বিপুল বাজার রয়েছে। তবে শ্যাম্পুকে বাংলায় কী বলে তা ভাবিয়ে তোলে অনেককেই। তবে আপনারা জানলে অবাক হবেন Shampo-কে বাংলায় মাথা ধোয়ার ডিটার্জেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ বা কেশ পরিমার্জক বলা হয়। তবে এগুলি খুব একটা প্রচলিত নয়। শ্যাম্পুকে প্রচলিত বাংলায় শ্যাম্পুই বলা হয়ে থাকে।