Ant Chutney Kurkut: গোছা গোছা লাল পিঁপড়ে দেখে নাক সিঁটকান? গুণাগুণ জানলে বারবার খাবেন 

Last Updated:

 Health Benefits of Ant Chutney Kurkut| বহু পুষ্টিগুণে সমৃদ্ধ কুরকুট, বর্তমানে নিজের প্রসার ঘটিয়েছে। গ্রামীণহাটে বেশ ভাল বিক্রি হচ্ছে এই ডিম সহ পিঁপড়ে বা কুরকুট।

+
পিঁপড়ের

পিঁপড়ের চাটনি! শীতে ব্যাপক বিক্রি! খেলে হবে না ফুসফুসের সমস্যা, জানুন গুনাগুন

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বেশ কয়েকদিন হল জাঁকিয়ে শীত পড়েছে জঙ্গলমহলে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসছে হাট। সবজি থেকে শুরু করে মশলা, জামা কাপড়, মুখরোচক খাবার বিক্রি হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়। তবে এই হাটে নজর কেড়েছে লালচে পিঁপড়ের ডিম। জঙ্গলমহলের ভাষায় যাকে বলা হয় কুরকুট। সামান্য দামে বিক্রি হচ্ছে বিভিন্ন হাটে হাটে। তার সঙ্গে বিক্রি হচ্ছে ধনেপাতা।
একটা সময় জঙ্গলমহলের অনাহার, দুর্ভিক্ষ পীড়িত মানুষজনের অন্যতম খাবার ছিল এই কুরকুট। তবে বর্তমানে জঙ্গলমহল এর মানুষের অর্থনৈতিক ক্ষেত্র বাড়িয়েছে এই পিঁপড়ে। মূলত শাল গাছ থেকে সংগ্রহ করা হয় এই লাল পিঁপড়েদের। তবে লাল পিঁপড়ে বা কুরকুটের রয়েছে একাধিক পুষ্টিগুণ।
advertisement
advertisement
জঙ্গলমহল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের শালবনী, ভাদুতলা সহ বিভিন্ন জঙ্গলে পাওয়া যায় কুরকুট। শীতকালে এই কুরকুটের বেশি বিক্রি। প্রান্তিক এলাকার গ্রামীণ হাটে হাটে বিক্রি হয় এই লাল পিঁপড়ে। বছরের পর বছর জঙ্গলমহলের মানুষের কাছে এক অন্যতম খাবার ছিল এটি। তবে বর্তমানে এর ব্যাপ্তি ঘটেছে।
advertisement
জঙ্গলমহলের মানুষের অর্থনৈতিক আয় রোজগার হচ্ছে এই ডিম সহ পিঁপড়ে থেকে। তবে জানেন, এই কুরকুটের গুরুত্ব কতখানি? জঙ্গলমহলে মানুষের কাছে শুধুমাত্র অর্থনৈতিক ভিত নির্ভর করে? নাকি এই খাবারে রয়েছে পুষ্টিগুণ? বিশেষজ্ঞরা মনে করছেন, লাল পিঁপড়ের ডিম বা কুরকুটে রয়েছে বিশেষ পুষ্টিগুণ। ভিটামিন সি তে ভরপুর কুরকুট, এতে রয়েছে ক্যালসিয়াম। সাধারণ সর্দি কাশি এবং শিশুদের কাশিতে খুব উপাদেয় এই দুটি উপাদান। শীতকালে ঠান্ডা মোকাবিলায় জুড়ি মেলা ভার। ফুসফুসের সমস্যা থেকে হাঁপানি দূর করে এই কুরকুট। একটা সময় আদিবাসী জনগোষ্ঠীর মানুষ খেলেও এখন অধিকাংশ মানুষ এই খাবার খান। এককালের অনাহার এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে ক্ষুধা নিবারণের একমাত্র পথ হলেও বহু পুষ্টিগুণের সমৃদ্ধ এই কুরকুট। বর্তমানে নিজের প্রসার ঘটিয়েছে। গ্রামীণহাটে বেশ ভাল বিক্রি হচ্ছে এই ডিম সহ পিঁপড়ে বা কুরকুট।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ant Chutney Kurkut: গোছা গোছা লাল পিঁপড়ে দেখে নাক সিঁটকান? গুণাগুণ জানলে বারবার খাবেন 
Next Article
advertisement
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভারতে আশা নিয়ে ঘোর অনিশ্চয়তা ! টুর্নামেন্টের ভেন্যু বদল কি এখন সম্ভব? আইসিসি-র নিয়ম কী বলছে
বাংলাদেশ আবেদন করলেই কি টি২০ বিশ্বকাপের ভেন্যু বদল হতে পারে? আইসিসির নিয়ম কী বলছে?
  • টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভারতে আশা নিয়ে ঘোর অনিশ্চয়তা !

  • টুর্নামেন্টের স্থান পরিবর্তন কি এখন সম্ভব?

  • আইসিসি-র নিয়ম কী বলছে

VIEW MORE
advertisement
advertisement