পশ অ্যাপার্টমেন্টে চলছে দেহ ব্যবসার (Viral News) এই কারবার। বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক স্থানীয় মানুষেরাও। তাঁরা ঘূণাক্ষরেও টের পাননি দু-বছর ধরে তাদেরই কলোনিতে চলছে পতিতাবৃত্তির ব্যবসা। খবর পেয়ে পুলিশ অভিযান (Viral ) চালিয়ে এই র্যাকেট ফাঁস করে। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি এই কারবারের সঙ্গে জড়িয়ে পড়া অন্য মহিলাদেরও মুক্ত করা হয়েছে। প্রতীকী ছবি