Viral News: মলত্যাগ করেই হতে পারেন কোটিপতি, দারুণ সুযোগ! টাকার অঙ্ক শুনলে রাতের ঘুম উড়ে যাবে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়াটা অনেকের কাছে সময় নষ্ট মনে করেন। অনেকে টয়লেটে ফোন বা খবরের কাগজ নিয়ে যায় যাতে তারা সেই সময়ের সঠিক ব্যবহার করতে পারে। কিন্তু মলত্যাগ করা মোটেই সময় নষ্ট করা নয়। এটি যেমন এমন স্বাস্থ্যের জন্য ভালো, অপরদিকে এই মলত্যাগ আপনাকে কোটিপতিও করতে পারে।
advertisement
advertisement
সংস্থাটি বিশ্বের যে কোনও দেশ থেকে মলত্যাগের নমুনা নিতে প্রস্তুত। এর বিনিময়ে সংস্থাটি প্রতিদিনের স্টুলের জন্য ভারতীয় টাকায় ৪১ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি। অর্থাৎ এই হিসেবে এক বছরের মধ্যেই যে কেউ কোটিপতি হতে পারে। এই দামে আপনি সন্তুষ্ট না হলে সংস্থার সাইটে গিয়ে আপনার স্টুলের জন্য দরাদরিও করতে পারেন। -প্রতীকী ছবি
advertisement
এখন প্রশ্ন উঠেছে একজন দাতার মলমূত্র দিয়ে কোম্পানি কী করবে? মানুষের মলে কিছু ভালো এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। বিশ্বে মাত্র ০.১ শতাংশ মানুষ আছে যাদের মলে ভালো ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ তাদের কোনো ধরনের রোগ নেই, তাদের পাকস্থলী সম্পূর্ণ ভালো। কোম্পানি এই ধরনের লোকদের মল থেকে ভালো ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা হবে। -প্রতীকী ছবি
advertisement
তবে এই কোম্পানিতে মল দিতে হলে আপনাদের কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ও নিয়ম মেনে চলতে হবে। কোম্পানি নির্বাচনের জন্য প্রথমে একটি প্রশ্নপত্র তৈরি করেছে। যা নির্দিষ্ট প্রার্থীকে পূরণ করতে হবে। এর পরে কোম্পানি সাক্ষাৎকার নেবে এবং প্রার্থীদের নানারকম স্বাস্থ্য পরীক্ষা করবে। কোম্পানি তার পক্ষ থেকে এই সমস্ত জিনিসের খরচ বহন করবে। -প্রতীকী ছবি
advertisement
আপনি যদি কোম্পানির প্যারামিটার অনুযায়ী পাস করতে পারেন তাহলেই আপনি মল দিতে পারবেন। কেউ নির্বাচিত হলে কাজ শুরু করার আগেই কিছু টাকা পাঠাবে প্রতিষ্ঠানটি। এর পরে নির্বাচিত ব্যক্তিকে ড্রাই আইস শিপিংয়ের মাধ্যমে কোম্পানিতে মল পাঠাতে হবে। আর সব থেকে ভালো বিষয় হলে আপনি নির্বাচিত হলে আপনার পরিচয়ও গোপন রাখবে কোম্পানি। যাতে কেউ ঠাট্টা না করতে পারে যে আপনি মলত্যাগ করে টাকা আয় করছেন। -প্রতীকী ছবি