Viral News: মন ভাল করা খবর! ১৩৫ বছর বয়সে প্রথমবার বাবা হল 'ঠাকুরদা', ছবি দেখে গোটা বিশ্ব হতবাক

Last Updated:
Viral News: 'Age is just a number' অর্থাৎ, বয়স শুধুই সংখ্যামাত্র। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে গোটা বিশ্বকে চমকে দিল 'অ্যাবুয়েলো'।
1/7
'Age is just a number' অর্থাৎ, বয়স শুধুই সংখ্যামাত্র। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে গোটা বিশ্বকে চমকে দিল 'অ্যাবুয়েলো'।
'Age is just a number' অর্থাৎ, বয়স শুধুই সংখ্যামাত্র। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে গোটা বিশ্বকে চমকে দিল 'অ্যাবুয়েলো'।
advertisement
2/7
মায়ামির চিড়িয়াখানায় গ্যালাপাগোস কচ্ছপের প্রথমবার বাবা হওয়ার খবরে স্তম্ভিত সকলেই।
মায়ামির চিড়িয়াখানায় গ্যালাপাগোস কচ্ছপের প্রথমবার বাবা হওয়ার খবরে স্তম্ভিত সকলেই।
advertisement
3/7
১৩৫ বছর বয়সে প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেল এই বয়স্ক কচ্ছপ। 'অ্যাবুয়েলো' নামটির অর্থ স্প্যানিশে 'ঠাকুরদা', কিন্তু এবার সে হয়ে উঠেছে এক গর্বিত বাবা।
১৩৫ বছর বয়সে প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেল এই বয়স্ক কচ্ছপ। 'অ্যাবুয়েলো' নামটির অর্থ স্প্যানিশে 'ঠাকুরদা', কিন্তু এবার সে হয়ে উঠেছে এক গর্বিত বাবা।
advertisement
4/7
এই উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদযাপনের আয়োজন করেছিল এক পার্টির। ছিল রঙিন বেলুন, সাজসজ্জা এবং এক স্বাস্থ্যকর সবজির কেক।
এই উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদযাপনের আয়োজন করেছিল এক পার্টির। ছিল রঙিন বেলুন, সাজসজ্জা এবং এক স্বাস্থ্যকর সবজির কেক।
advertisement
5/7
অ্যাবুয়েলোর জন্মদিন ও প্রথম ফাদার্স ডে একই সঙ্গে উদযাপন করে চিড়িয়াখানা এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।
অ্যাবুয়েলোর জন্মদিন ও প্রথম ফাদার্স ডে একই সঙ্গে উদযাপন করে চিড়িয়াখানা এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।
advertisement
6/7
গ্যালাপাগোস কচ্ছপদের আয়ু দীর্ঘ হয়, তবুও এমন বয়সে প্রথমবার বাবা হওয়া একটি বিরল ঘটনা।
গ্যালাপাগোস কচ্ছপদের আয়ু দীর্ঘ হয়, তবুও এমন বয়সে প্রথমবার বাবা হওয়া একটি বিরল ঘটনা।
advertisement
7/7
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ প্রথমবার বাবা 'অ্যাবুয়েলো'ই।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ প্রথমবার বাবা 'অ্যাবুয়েলো'ই।
advertisement
advertisement
advertisement