জাল বিয়ে করে প্রতারণা ও ছিনতাই করার অভিযোগে এক কনেকে গ্রেফতার করতে সফল হল জালোর জেলার সাঁচোরের সারাভানা পুলিশ। সিআই কিশনারাম জানিয়েছেন, দান্তিয়ার বাসিন্দা ৩০ বছর বয়সি সোহান সিং রাজপুত সারওয়ানা থানায় রিপোর্ট করেন। তিনি জানান, মুরাদ খান তার বন্ধু গণপত সিং চৌহানকে তাঁর শ্যালক কীর্তির মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন। এর জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলেও জানান তিনি।