হোম » ছবি » লাইফস্টাইল » ৩ বছর অন্তর ডিভোর্স, ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

  • Bangla Digital Desk

  • 18

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    প্রায়ই বলা হয়, বিয়ে করা কোনও বাচ্চার খেলা নয় কারণ বিয়ের পরে অনেক দায়িত্ব আসে জীবনে আর সেই দায়িত্ব পালন করতে হয় দম্পতিকে। যার মধ্যে যেমন থাকে একে অপরের প্রতি দায়িত্ব তেমন থাকে পরিবারের প্রতি কর্তব্য (Couple gets Divorce in Every Three Years)। কিন্তু সম্প্রতি এক জাপানি দম্পতি বিয়ের পরে এমন একটি কাজ করেছেন যা শুনলে চোখ কপালে উঠতে  (Viral)বাধ্য। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 28

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    ওই দম্পতির কাণ্ড শুনলে আপনিও ভাববেন এমন কাজ আসলে খুবই শিশুসুলভ। বস্তুত দম্পতি একে অপরকে বিয়ে করলেও একে অপরের খাতিরে তাদের আসল পদবি ছেড়ে যেতে চাননি। এমতাবস্থায় এই দম্পতি একটি অদ্ভুত উপায় বের করে নেন। যে খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই চরম ভাইরাল হয় নিমেষের মধ্যে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 38

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    অডিটি সেন্ট্রাল ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, টোকিওর নিকটবর্তী হাচিওজি শহরে ঘটেছে এই অদ্ভুত কাণ্ড। সেখানেই এক দম্পতি বাস করেন যাঁরা তাঁদের উপাধি সম্পর্কে খুব সংবেদনশীল এবং কিছুটা আজব মনোভাবসম্পন্ন  (Viral)। আসলে, দম্পতি কয়েক মাস একে অপরকে ডেট (Couple gets Divorce in Every Three Years) করেছিলেন এবং তারপরে তাঁরা দুজন দুজনকে বিয়ে (Marriage And Divorce)  করার জন্য মনস্থির করেছিলেন। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 48

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    উপাধি রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়:
    এরপর সমাধান সূত্র খুঁজে পেতে স্বামী স্ত্রী উভয়েই তাদের বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন কিন্তু তারা কোন সমাধান খুঁজে পাননি (Couple gets Divorce in Every Three Years) যাতে তাদের সমস্যার   (Viral) সমাধান করা যায়। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 58

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    ঠিক সেই সময় ওই দম্পতি আরেক দম্পতির কথা জানতে পারেন যাদের একই ধরনের সমস্যা ছিল এবং তাদের গৃহীত পদ্ধতি নিজেরাও অবলম্বন করেন। কী সেই পদ্ধতি? দম্পতি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা উভয় উভয়ের উপাধি গ্রহণ করবেন তবে স্বল্প সময়ের জন্য। এমন ইচ্ছের কারণেই এই দম্পতি তিন বছর পর পর পরস্পরকে তালাক দিয়ে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 68

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    ২০১৬ সালে, এই দম্পতি প্রথমবার বিয়ে করেন। তারপর দুজনেই স্বামীর উপাধি গ্রহণ করেন। এর পরে, ২০১৯ সালে, তাঁরা একে অপরকে  (Marriage And Divorce) ডিভোর্স দিয়ে দেন এবং তারপর একে অপরকে বিয়ে করে নেন এবং দুজনেই স্ত্রীর  (Couple gets Divorce in Every Three Years)উপাধি গ্রহণ করে  (Viral)। এই বছরের জুলাইয়ে তাঁরা আবার বিবাহবিচ্ছেদ করতে চলেছেন তৃতীয় বারের মতো। এই বিবাহ বিচ্ছেদের পরে স্ত্রী আবার আগামী তিন বছরের জন্য স্বামীর উপাধি গ্রহণ করবেন। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 78

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    দম্পতি জানান, এই ভাবে বিবাহ বিচ্ছেদের পদ্ধতি ছাড়াও, তাদের অন্য দেশে গিয়ে বিয়ে করার সমাধান যদিও ছিল, যেখানে দম্পতিরা তাদের নিজ নিজ উপাধি রাখতে পারেন। এরপর তিনি জাপানে এসে এখানকার আদালতে আবেদন করবেন যে তাঁদের বিয়ের স্বীকৃতি দেওয়া হোক। উল্লেখ্য, জাপানের আইন অনুযায়ী, বিয়ের পর স্বামী-স্ত্রীর একই রকম শান্তি বজায় রাখাও বাধ্যতামূলক। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 88

    Viral: ৩ বছর অন্তর ডিভোর্স করে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি! কারণ শুনলে চমকে যাবেন!

    দম্পতিদের মাঝে মাঝে এই ব্যবস্থা নিয়ে সমস্যা হয় কারণ তাদের বারবার কাগজ আর সই-সাবুদেই জড়িয়ে থাকতে হয়। উভয়ই তাদের অফিসে তাদের আসল নাম নথিভুক্ত করেছেন, তবে অন্যান্য জায়গায় যেখানে অফিসিয়াল নথির (Marriage And Divorce) প্রয়োজন হয়, তাঁদের দুজনকে সেই সমস্ত জায়গায় পর্যায়ক্রমে একে অপরের নাম নিতেই হবে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES