সংসারে সুখ-শান্তি বজায় রাখতে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। এমনকী বাড়ির আসবাবের দিকেও দিতে হয় বিশেষ নজর। না হলে অজান্তে করা কয়েকটি ভুলেই সমস্যার ছায়া পড়তে পারে জীবনে। ধেয়ে আসে অশান্তি। এমনকী খাবার টেবিলে কী রাখা হবে বা হবে না, তা নিয়েও সতর্ক থাকতে হবে।
2/ 6
খাবার টেবিলে অনেক সময়ই নানা ধরনের জিনিস রেখে দেওয়া হয়। কিন্তু আদৌ সেটা ঠিক হচ্ছে কি না, তা জেনে নেওয়া দরকার। কোন ধরনের জিনিসপত্র ডাইনিং টেবিলে রাখা উচিত নয়, সে বিষয়ে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
3/ 6
বাস্তু অনুযায়ী, খাবার টেবিল সব সময় বৃত্তাকার বা ডিম্বাকৃতি হওয়া উচিত। সেটি দেখতেও ভাল লাগে। ঘরের খুব বেশি জায়গাও নেয় না।
4/ 6
খাবার টেবিলে কোনও ভাঙা বাসন রাখা উচিত নয়। এতে সংসারের অমঙ্গল হতে পারে। তাই সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
5/ 6
অনেকেই খাবার টেবিল সাজিয়ে রাখার জন্য সেখানে ফুল রাখেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে, মৃত ফুল যেন খাবার টেবিলে না থাকে। ফুল যদি শুকিয়ে যায়, তৎক্ষণাৎ তা বদলে দিতে হবে।
6/ 6
খাবার টেবিল যে ঘরে থাকবে, সেখানে টেলিভিশন না রাখা ভাল। খাওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা উচিত। এতে সম্পর্কগুলি আরও দৃঢ় হয়।
Vastu Tips: খাবার টেবিলে 'এই' জিনিসগুলি রাখছেন! না জেনেই বড় বিপদ ডেকে আনছেন সংসারে
সংসারে সুখ-শান্তি বজায় রাখতে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। এমনকী বাড়ির আসবাবের দিকেও দিতে হয় বিশেষ নজর। না হলে অজান্তে করা কয়েকটি ভুলেই সমস্যার ছায়া পড়তে পারে জীবনে। ধেয়ে আসে অশান্তি। এমনকী খাবার টেবিলে কী রাখা হবে বা হবে না, তা নিয়েও সতর্ক থাকতে হবে।
Vastu Tips: খাবার টেবিলে 'এই' জিনিসগুলি রাখছেন! না জেনেই বড় বিপদ ডেকে আনছেন সংসারে
খাবার টেবিলে অনেক সময়ই নানা ধরনের জিনিস রেখে দেওয়া হয়। কিন্তু আদৌ সেটা ঠিক হচ্ছে কি না, তা জেনে নেওয়া দরকার। কোন ধরনের জিনিসপত্র ডাইনিং টেবিলে রাখা উচিত নয়, সে বিষয়ে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
Vastu Tips: খাবার টেবিলে 'এই' জিনিসগুলি রাখছেন! না জেনেই বড় বিপদ ডেকে আনছেন সংসারে
অনেকেই খাবার টেবিল সাজিয়ে রাখার জন্য সেখানে ফুল রাখেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে, মৃত ফুল যেন খাবার টেবিলে না থাকে। ফুল যদি শুকিয়ে যায়, তৎক্ষণাৎ তা বদলে দিতে হবে।