Vastu Tips: দাম্পত্য অশান্তি লেগেই রয়েছে? সংসারে এতটুকু শান্তি নেই? বাড়িতে লাগান এই গাছ, জীবন সুখে ভরে উঠবে
- Published by:Rukmini Mazumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
বাড়িতে এই গাছ রাখলে জীবনে সুখ-সমৃদ্ধি-শান্তির অভাব থাকে না
মধুকামিনী ফুল ধবধবে সাদা। মিষ্টি গন্ধে চারদিক ম ম করে। বোটানিক্যাল নাম ‘মুরায়া প্যানিকুলাটাম’। রাজ্য ভেদে মধুকামিনী ফুল ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন ভেঙ্গারা, নাগা গোলুং, কামিনী কুসুম, মারামুলা ইত্যাদি। বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোবার ঘরে মধুকামিনী ফুল রাখলে দাম্পত্য জিবন সুখী হয়। সংসারে শান্তি থাকে।
advertisement
শুধু বাস্তুশাস্ত্র নয়, আয়ুর্বেদেও এই ফুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ মধুকামিনী ফুল ঔষধি গুণে ভরপুর। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডঃ সন্তোষ মৌর্য জানান, আয়ুর্বেদে মধুকামিনী ফুল রক্ত সঞ্চালন সক্রিয় করতে, ড্রপসি, ডায়রিয়া, আমাশা, দাঁতের রোগ, ফোলাভাবের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফুলের সুগন্ধী মানসিক চাপ দূর করতেও কার্যকর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement