শাস্ত্রমতে বিশ্বাস করা হয় সোমবার শিবের দিন। সেই প্রাচীন যুগ থেকে হিন্দুদের মধ্যে শিবলিঙ্গ পুজো প্রচলিত। প্রাচীন রোমে ‘প্রায়াপাস’ নামে যে বিগ্রহের পূজা হতো, অনেকের মতে সেটি শিবলিঙ্গই ছিল। হরপ্পা-মহেঞ্জোদাড়ো সভ্যতার যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, তার মধ্যেও পাওয়া গিয়েছে বেশ কিছু শিবলিঙ্গ। শিবলেঙ্গ সম্পর্কে এই তথ্য গুলো অনেকেরই অজানা-- Representative image Photo Source: Collected
advertisement
সবচেয়ে নীচের চারমুখী অংশটি থাকে মাটির নীচে। এই অংশটি ব্রহ্মা। তার উপরের অংশটি আটমুখী, যা বেদীমূল হিসেবে কাজ করে। এই অংশটি বিষ্ণু। একেবারের উপরের অর্ধবৃত্তাকার অংশ শিব ঠাকুরের প্রতীক হিসেবে পুজো করা হয় হয়। বেদীমূলে একটি লম্বাকৃতি অংশ রয়েছে, যা শিবলিঙ্গের মাথায় ঢালা জল বেরিয়ে যেতে সাহায্য করে। এই অংশের নাম গৌরীপট্ট, যা মূলত যোনির প্রতীক। Representative image Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement