Trending Viral News:তাঁকে দেখে মনে হবে 'ভিখারি',পুলিশ জিজ্ঞাসা করল 'কে তুমি?',নামটা শুনেই গোটা ইউপি-বিহারের পুলিশের কাঁপুনি শুরু

Last Updated:
আপাতভাবে ব্যক্তিকে দেখে মনে হবে ভিখারি। কিন্তু পুলিশ তাঁর পরিচয় জানতে পেরেই চমকে উঠল। কেঁপে উঠল গোটা ইউপি-বিহারের পুলিশ মহল
1/7
ঝাঁসির বরুয়াসাগর পুলিশ স্টেশনের ধামন আউটপোস্টের ইনচার্জ নবাব সিং-এর হাতে এল অদ্ভুত এক মামলা। একদিন রাতে নবাব সিং রুটিন টহলদাড়িতে ছিলেন ঝাঁসির ধামনা এলাকায়। আচমকাই তাঁর নজরে এল রাস্তার ধারে রহস্যজনক ও অদ্ভুত দর্শনধারী এক ব্যক্তির। দেখে মনে হবে হতদরিদ্র এক ভিখারি! নবাব সিং তাঁকে প্রশ্ন করেন, 'কে তুমি?' এরপর যে উত্তর এল, মাথা ঘুরে গেল নবাব সিং-এর।
ঝাঁসির বরুয়াসাগর পুলিশ স্টেশনের ধামন আউটপোস্টের ইনচার্জ নবাব সিং-এর হাতে এল অদ্ভুত এক মামলা। একদিন রাতে নবাব সিং রুটিন টহলদাড়িতে ছিলেন ঝাঁসির ধামনা এলাকায়। আচমকাই তাঁর নজরে এল রাস্তার ধারে রহস্যজনক ও অদ্ভুত দর্শনধারী এক ব্যক্তির। দেখে মনে হবে হতদরিদ্র এক ভিখারি! নবাব সিং তাঁকে প্রশ্ন করেন, 'কে তুমি?' এরপর যে উত্তর এল, মাথা ঘুরে গেল নবাব সিং-এর।
advertisement
2/7
আপাতভাবে ব্যক্তিকে দেখে মনে হবে ভিখারি। কিন্তু পুলিশ তাঁর পরিচয় জানতে পেরেই চমকে উঠল। কেঁপে উঠল গোটা ইউপি-বিহারের পুলিশ মহল। নবাব সিং-এর মাথায় বিন্দুবিন্দু ঘাম। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামতে লাগল। কিন্তু কেন?
আপাতভাবে ব্যক্তিকে দেখে মনে হবে ভিখারি। কিন্তু পুলিশ তাঁর পরিচয় জানতে পেরেই চমকে উঠল। কেঁপে উঠল গোটা ইউপি-বিহারের পুলিশ মহল। নবাব সিং-এর মাথায় বিন্দুবিন্দু ঘাম। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামতে লাগল। কিন্তু কেন?
advertisement
3/7
জানা যায়, রাস্তার ধারে বসে থাকা হতদরিদ্র চেহারার ব্যক্তি বিহারের রোহতাস জেলার 'পুলিশ রেকর্ড' অনুযায়ী মারা গিয়েছেন ১৬ বছর আগে। ১৬ বছর আগে বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের ৪ জন গ্রামবাসী সেই গ্রামেরই বাসিন্দা নাথুনি পালকে অপহরণ, খুন ও দেহ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিল এবং জেল খাটছে। ঘটনাটি ২০০৮ সালের।
জানা যায়, রাস্তার ধারে বসে থাকা হতদরিদ্র চেহারার ব্যক্তি বিহারের রোহতাস জেলার 'পুলিশ রেকর্ড' অনুযায়ী মারা গিয়েছেন ১৬ বছর আগে। ১৬ বছর আগে বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের ৪ জন গ্রামবাসী সেই গ্রামেরই বাসিন্দা নাথুনি পালকে অপহরণ, খুন ও দেহ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিল এবং জেল খাটছে। ঘটনাটি ২০০৮ সালের।
advertisement
4/7
এবার প্রশ্ন উঠছে, যে ব্যক্তিকে খুনের অভিযোগে বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের ৪ জন গ্রামবাসী রাত্তি পাল, বিমলেশ পাল, ভগবান পাল ও সত্যেন্দ্র পাল জেল খাটছে, সেই মানুষ তো বেঁচে! অর্থাৎ নাথুনি পাল-ই তো বেঁচে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিহার পুলিশের ভূমিকা নিয়ে।
এবার প্রশ্ন উঠছে, যে ব্যক্তিকে খুনের অভিযোগে বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের ৪ জন গ্রামবাসী রাত্তি পাল, বিমলেশ পাল, ভগবান পাল ও সত্যেন্দ্র পাল জেল খাটছে, সেই মানুষ তো বেঁচে! অর্থাৎ নাথুনি পাল-ই তো বেঁচে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিহার পুলিশের ভূমিকা নিয়ে।
advertisement
5/7
পুলিশের তরফে জানা যায়, আচমকাই এক রাতে রুটিন পেট্রলের সময় পুলিশ নাথুনি পালের খোঁজ পান। বিহার পুলিশ রেকর্ড অনুযায়ী, তাঁর মৃত্যু হয়েছে ১৬ বছর আগেই।
পুলিশের তরফে জানা যায়, আচমকাই এক রাতে রুটিন পেট্রলের সময় পুলিশ নাথুনি পালের খোঁজ পান। বিহার পুলিশ রেকর্ড অনুযায়ী, তাঁর মৃত্যু হয়েছে ১৬ বছর আগেই।
advertisement
6/7
বিহার পুলিশের রেকর্ড বলছে, আচমকা একরাতে রাস্তার ধারে বসে থাকা হতদরিদ্র চেহারার নাথুনি পাল বিহার পুলিশের রেকর্ড অনুযায়ী ১৬ বছর আগেই মৃত। পুলিশের রেকর্ড বলছে, ২০০৮ সালে নাথুনি পালকে খুন করা হয় এবং মাটিতে পুঁতেও দেওয়া হয়। এই অভিযোগে গ্রেফতার হয় বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের ৪ জন গ্রামবাসী রাত্তি পাল, বিমলেশ পাল, ভগবান পাল ও সত্যেন্দ্র পাল। বর্তামনে তাঁরা বিচারাধীন।
বিহার পুলিশের রেকর্ড বলছে, আচমকা একরাতে রাস্তার ধারে বসে থাকা হতদরিদ্র চেহারার নাথুনি পাল বিহার পুলিশের রেকর্ড অনুযায়ী ১৬ বছর আগেই মৃত। পুলিশের রেকর্ড বলছে, ২০০৮ সালে নাথুনি পালকে খুন করা হয় এবং মাটিতে পুঁতেও দেওয়া হয়। এই অভিযোগে গ্রেফতার হয় বিহারের রোহতাস জেলার আকোড়াগোলা গ্রামের ৪ জন গ্রামবাসী রাত্তি পাল, বিমলেশ পাল, ভগবান পাল ও সত্যেন্দ্র পাল। বর্তামনে তাঁরা বিচারাধীন।
advertisement
7/7
বরুয়াসাগর পুলিশের ইনটালিজেন্স বিভাগ জানাচ্ছে, নির্দোশ ব্যক্তিরা ছাড়া পেয়ে যাবে।
বরুয়াসাগর পুলিশের ইনটালিজেন্স বিভাগ জানাচ্ছে, নির্দোশ ব্যক্তিরা ছাড়া পেয়ে যাবে।
advertisement
advertisement
advertisement