World Longest Train: ৮টি ইঞ্জিন, ৬৮২টি কামরা এবং ৫,৬৪৮ চাকা! বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন দেখলে চমকে যাবেন আপনিও

Last Updated:
World Longest Train: ভারতীয় রেল এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ট্রেন 'রুদ্রাস্ত্র' চালিয়েছিল। এই মালগাড়ির মোট দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার এবং এতে ৩৫৪টি কামরা লাগানো হয়েছে। জানেন কি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন কোনটি? এই প্রতিবেদনে রইল তারই বিবরণ।
1/5
নয়াদিল্লি: ভারতীয় রেল এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ট্রেন 'রুদ্রাস্ত্র' চালিয়েছিল। এই মালগাড়ির মোট দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার এবং এতে ৩৫৪টি কামরা লাগানো হয়েছে। ৭টি ইঞ্জিন মিলে টানে। 'রুদ্রাস্ত্র' গঞ্জখোয়াজা স্টেশন থেকে চলা শুরু করে প্রায় ২০০ কিলোমিটার দূরে গড়ওয়া রোড পর্যন্ত পৌঁছেছিল এবং ৫ ঘণ্টায় এই যাত্রা সম্পন্ন করেছিল। Representative Image
নয়াদিল্লি: ভারতীয় রেল এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ট্রেন 'রুদ্রাস্ত্র' চালিয়েছিল। এই মালগাড়ির মোট দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার এবং এতে ৩৫৪টি কামরা লাগানো হয়েছে। ৭টি ইঞ্জিন মিলে টানে। 'রুদ্রাস্ত্র' গঞ্জখোয়াজা স্টেশন থেকে চলা শুরু করে প্রায় ২০০ কিলোমিটার দূরে গড়ওয়া রোড পর্যন্ত পৌঁছেছিল এবং ৫ ঘণ্টায় এই যাত্রা সম্পন্ন করেছিল। Representative Image
advertisement
2/5
ভারতের সবচেয়ে দীর্ঘ ট্রেন সম্পর্কে তো আপনি জানলেন, কিন্তু আপনি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন কোনটি? এই প্রতিবেদনে রইল তারই বিবরণ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের খেতাব অস্ট্রেলিয়ার দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore-এর। এটিও মালগাড়ি। দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore ট্রেনের দৈর্ঘ্য ৭.৩ কিলোমিটার। এতে ৬৮২ কামরা লাগানো হয়েছে। এত দীর্ঘ ট্রেনকে টানার জন্য এক-দুই ইঞ্জিনে কাজ চলবে না, সেই কারণেই এতে ৮টি ইঞ্জিন লাগানো হয়েছে।
ভারতের সবচেয়ে দীর্ঘ ট্রেন সম্পর্কে তো আপনি জানলেন, কিন্তু আপনি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন কোনটি? এই প্রতিবেদনে রইল তারই বিবরণ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের খেতাব অস্ট্রেলিয়ার দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore-এর। এটিও মালগাড়ি। দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore ট্রেনের দৈর্ঘ্য ৭.৩ কিলোমিটার। এতে ৬৮২ কামরা লাগানো হয়েছে। এত দীর্ঘ ট্রেনকে টানার জন্য এক-দুই ইঞ্জিনে কাজ চলবে না, সেই কারণেই এতে ৮টি ইঞ্জিন লাগানো হয়েছে।
advertisement
3/5
পুরো ট্রেনটিতে রয়েছে ৫,৬৪৮ চাকা। এর নাম রয়েছে Guinness Book of World Records। দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore শুধু বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন নয় বরং, এটি বিশ্বের সবচেয়ে ভারী রেলগাড়ি কারণ এর ওজন এক লাখ টনের থেকে বেশি।
পুরো ট্রেনটিতে রয়েছে ৫,৬৪৮ চাকা। এর নাম রয়েছে Guinness Book of World Records। দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore শুধু বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন নয় বরং, এটি বিশ্বের সবচেয়ে ভারী রেলগাড়ি কারণ এর ওজন এক লাখ টনের থেকে বেশি।
advertisement
4/5
দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore ট্রেনটি লৌহ আকরিক পরিবহণের জন্য ব্যবহার করা হয়। এই মালগাড়ি মোট ৯৯,৭৩৪ টন লৌহ আকরিক পরিবহণ করা হয়েছে। ২১ জুন ২০০১-এ এই ট্রেন চালু করা হয়েছিল। অস্ট্রেলিয়ার ইয়ান্ডি খনি থেকে পোর্ট হেডল্যান্ড বিচে চলা এই ট্রেনটি ২৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, যার জন্য এটি ১০ ঘণ্টা সময় নিয়েছিল। Representative Image
দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore ট্রেনটি লৌহ আকরিক পরিবহণের জন্য ব্যবহার করা হয়। এই মালগাড়ি মোট ৯৯,৭৩৪ টন লৌহ আকরিক পরিবহণ করা হয়েছে। ২১ জুন ২০০১-এ এই ট্রেন চালু করা হয়েছিল। অস্ট্রেলিয়ার ইয়ান্ডি খনি থেকে পোর্ট হেডল্যান্ড বিচে চলা এই ট্রেনটি ২৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, যার জন্য এটি ১০ ঘণ্টা সময় নিয়েছিল। Representative Image
advertisement
5/5
দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore ট্রেনের কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিক। এর সামনে লাগানো ইঞ্জিনে বসা লোকো পাইলট বাকি সাত ইঞ্জিনকেও একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন, যদিও এই ইঞ্জিনগুলি ট্রেনের দৈর্ঘ্যে প্রায় এক কিলোমিটার ব্যবধানে লাগানো থাকে।
দ্য অস্ট্রেলিয়ান BHP Iron Ore ট্রেনের কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিক। এর সামনে লাগানো ইঞ্জিনে বসা লোকো পাইলট বাকি সাত ইঞ্জিনকেও একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন, যদিও এই ইঞ্জিনগুলি ট্রেনের দৈর্ঘ্যে প্রায় এক কিলোমিটার ব্যবধানে লাগানো থাকে।
advertisement
advertisement
advertisement