বন্যা হোক কিংবা মরুভূমি, পাঞ্জাবেও উদ্ধারকাজে এক্স ফ্যাক্টর সেনাবাহিনীর এই 'দৈত্য' গাড়ি! জানেন কী নাম?

Last Updated:
পাঞ্জাবের অমৃতসরে ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন কিন্তু, সেখানে ত্রাতার ভূমিকা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি 'তুরুপের তাস'। এই 'তুরুপের তাস' অন্য কিছু নয় একটি গাড়ি যা কার্যত উভচর। জলে-স্থলে সব স্থানেই চলতে সক্ষম এই গাড়ি। যদি আপনি এই গাড়ির দিকে এক ঝলক দেখেন তবে বুঝবেন অতিকায় এই গাড়ি জলে-স্থলে সব জায়গায়তেই চলতে সক্ষম।
1/5
 পাঞ্জাবের অমৃতসরে ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন কিন্তু, সেখানে ত্রাতার ভূমিকা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি 'তুরুপের তাস'। এই 'তুরুপের তাস' অন্য কিছু নয় একটি গাড়ি যা কার্যত উভচর। জলে-স্থলে সব স্থানেই চলতে সক্ষম এই গাড়ি। যদি আপনি এই গাড়ির দিকে এক ঝলক দেখেন তবে বুঝবেন অতিকায় এই গাড়ি জলে-স্থলে সব জায়গায়তেই চলতে সক্ষম।
পাঞ্জাবের অমৃতসরে ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন কিন্তু, সেখানে ত্রাতার ভূমিকা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি 'তুরুপের তাস'। এই 'তুরুপের তাস' অন্য কিছু নয় একটি গাড়ি যা কার্যত উভচর। জলে-স্থলে সব স্থানেই চলতে সক্ষম এই গাড়ি। যদি আপনি এই গাড়ির দিকে এক ঝলক দেখেন তবে বুঝবেন অতিকায় এই গাড়ি জলে-স্থলে সব জায়গায়তেই চলতে সক্ষম।
advertisement
2/5
 এই গাড়ির নাম আম্ফিবিয়াস অল টেরেন ভেহিকেলস। এই গাড়ির নাম এটিওআর এন১২০০ (এটিভি)। যখন পাঞ্জাবের অমৃতসর-সহ একাধিক জেলা জলের তলায় তখনই কাজে আসে এই গাড়ি। দিন রাত এক করে এই গাড়ি উদ্ধারকাজ করে চলেছে। গভীর জলে নেমেও উদ্ধারকাজে সক্ষম এই যান। এছাড়াও, কাদাযুক্ত স্থান আটকে থাকা মানুষদের উদ্ধারেও কাজে আসে এই গাড়ি।
এই গাড়ির নাম আম্ফিবিয়াস অল টেরেন ভেহিকেলস। এই গাড়ির নাম এটিওআর এন১২০০ (এটিভি)। যখন পাঞ্জাবের অমৃতসর-সহ একাধিক জেলা জলের তলায় তখনই কাজে আসে এই গাড়ি। দিন রাত এক করে এই গাড়ি উদ্ধারকাজ করে চলেছে। গভীর জলে নেমেও উদ্ধারকাজে সক্ষম এই যান। এছাড়াও, কাদাযুক্ত স্থান আটকে থাকা মানুষদের উদ্ধারেও কাজে আসে এই গাড়ি।
advertisement
3/5
 প্রসঙ্গত, শতদ্রু, ইরাবতী, ও বিয়াস নদীর বন্যায় অমৃতসর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানেই কাজে আসে এই ধরনের গাড়ি।
প্রসঙ্গত, শতদ্রু, ইরাবতী, ও বিয়াস নদীর বন্যায় অমৃতসর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানেই কাজে আসে এই ধরনের গাড়ি।
advertisement
4/5
 ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে এই গাড়ির উদ্ধারকাজের ভিডিও।এটিওআর এন১২০০ দৈত্য বলা হয়। ৩.৯৮ মিটার লম্বা, প্রস্থে ২.৫৭ মিটার চওড়া
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে এই গাড়ির উদ্ধারকাজের ভিডিও।
এটিওআর এন১২০০ দৈত্য বলা হয়। ৩.৯৮ মিটার লম্বা, প্রস্থে ২.৫৭ মিটার চওড়া
advertisement
5/5
 এবং উচ্চতায় ২.৮৪৬ মিটার ১২০০ কেজি পর্যন্ত পেলোড ক্ষমতাসম্পন্ন। ড্রাইভার-সমেত ৯ জনকে উদ্ধার করতে সক্ষম এই গাড়ি। ২৩৫০ কেজি পর্যন্ত ভারী মাল বা গাড়ি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই গাড়ির।
এবং উচ্চতায় ২.৮৪৬ মিটার ১২০০ কেজি পর্যন্ত পেলোড ক্ষমতাসম্পন্ন। ড্রাইভার-সমেত ৯ জনকে উদ্ধার করতে সক্ষম এই গাড়ি। ২৩৫০ কেজি পর্যন্ত ভারী মাল বা গাড়ি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই গাড়ির।
advertisement
advertisement
advertisement