বন্যা হোক কিংবা মরুভূমি, পাঞ্জাবেও উদ্ধারকাজে এক্স ফ্যাক্টর সেনাবাহিনীর এই 'দৈত্য' গাড়ি! জানেন কী নাম?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পাঞ্জাবের অমৃতসরে ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন কিন্তু, সেখানে ত্রাতার ভূমিকা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি 'তুরুপের তাস'। এই 'তুরুপের তাস' অন্য কিছু নয় একটি গাড়ি যা কার্যত উভচর। জলে-স্থলে সব স্থানেই চলতে সক্ষম এই গাড়ি। যদি আপনি এই গাড়ির দিকে এক ঝলক দেখেন তবে বুঝবেন অতিকায় এই গাড়ি জলে-স্থলে সব জায়গায়তেই চলতে সক্ষম।
পাঞ্জাবের অমৃতসরে ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন কিন্তু, সেখানে ত্রাতার ভূমিকা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি 'তুরুপের তাস'। এই 'তুরুপের তাস' অন্য কিছু নয় একটি গাড়ি যা কার্যত উভচর। জলে-স্থলে সব স্থানেই চলতে সক্ষম এই গাড়ি। যদি আপনি এই গাড়ির দিকে এক ঝলক দেখেন তবে বুঝবেন অতিকায় এই গাড়ি জলে-স্থলে সব জায়গায়তেই চলতে সক্ষম।
advertisement
এই গাড়ির নাম আম্ফিবিয়াস অল টেরেন ভেহিকেলস। এই গাড়ির নাম এটিওআর এন১২০০ (এটিভি)। যখন পাঞ্জাবের অমৃতসর-সহ একাধিক জেলা জলের তলায় তখনই কাজে আসে এই গাড়ি। দিন রাত এক করে এই গাড়ি উদ্ধারকাজ করে চলেছে। গভীর জলে নেমেও উদ্ধারকাজে সক্ষম এই যান। এছাড়াও, কাদাযুক্ত স্থান আটকে থাকা মানুষদের উদ্ধারেও কাজে আসে এই গাড়ি।
advertisement
advertisement
advertisement