Knowledge Stories: পৃথিবীর এই দেশগুলিতে নেই একটিও সাপ! নির্ভয়ে বাঁচেন মানুষ... আপনি জানতেন?

Last Updated:
পৃথিবীর প্রতিটি প্রান্তেই যে সাপ আছে, তা কিন্তু ঠিক নয়। বরং সাপহীন স্থানও আছে।
1/7
জীবনে সাপ চোখে দেখেননি এমন কোনও মানুষ নেই। সাপ সাধারণত ডিম পারে। এক সঙ্গে ১০ থেকে ১৫টি ডিম পারে। গরমকালেই সাপ ডিম পারে। একবার ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলে মা সাপ বাচ্চাদের ছেড়ে চলে যায়।
জীবনে সাপ চোখে দেখেননি এমন কোনও মানুষ নেই। সাপ সাধারণত ডিম পারে। এক সঙ্গে ১০ থেকে ১৫টি ডিম পারে। গরমকালেই সাপ ডিম পারে। একবার ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলে মা সাপ বাচ্চাদের ছেড়ে চলে যায়।
advertisement
2/7
প্রথমত বাচ্চা সাপেরা বছরে চার বার খোলস ছাড়ে। বড় সাপেরা বছরে দু'বার খোলস ছাড়ে। কারণ সুস্থ জীবন পেতে খোলস ত্যাগ করাটা সাপেদের জন্য জরুরি। তাছাড়া সাপের স্কিন সেল তাদের বয়সের সঙ্গে সমান তালে বাড়ে না। সেই জন্যই খোসল ছাড়ে সাপ।
প্রথমত বাচ্চা সাপেরা বছরে চার বার খোলস ছাড়ে। বড় সাপেরা বছরে দু'বার খোলস ছাড়ে। কারণ সুস্থ জীবন পেতে খোলস ত্যাগ করাটা সাপেদের জন্য জরুরি। তাছাড়া সাপের স্কিন সেল তাদের বয়সের সঙ্গে সমান তালে বাড়ে না। সেই জন্যই খোসল ছাড়ে সাপ।
advertisement
3/7
আমাদের গোটা বিশ্বে ২৯০০ প্রজাতির সাপ আছে। তার মধ্যে মাত্র ৬০০ ধরণের সাপ আছে যারা বিষাক্ত। বাকি সব সাপেরই কিন্তু বিষ নেই। তাই অযথা সাপ দেখলেই ভয় পাওয়ার কারণ নেই।
আমাদের গোটা বিশ্বে ২৯০০ প্রজাতির সাপ আছে। তার মধ্যে মাত্র ৬০০ ধরণের সাপ আছে যারা বিষাক্ত। বাকি সব সাপেরই কিন্তু বিষ নেই। তাই অযথা সাপ দেখলেই ভয় পাওয়ার কারণ নেই।
advertisement
4/7
সাধারণত, ভারত হোক কী আমেরিকা, পৃথিবীর প্রতিটি প্রান্তেই সাপ পাওয়া যায়৷ কিন্তু, জানেন কি, এই ভূখণ্ডে এমনও দেশ রয়েছে যেখানে সাপের দেখা এক্কেবারে মেলে না৷
সাধারণত, ভারত হোক কী আমেরিকা, পৃথিবীর প্রতিটি প্রান্তেই সাপ পাওয়া যায়৷ কিন্তু, জানেন কি, এই ভূখণ্ডে এমনও দেশ রয়েছে যেখানে সাপের দেখা এক্কেবারে মেলে না৷
advertisement
5/7
মূলত আবহাওয়ার কারণে গ্রিনল্যান্ডে সাপ থাকে না।
মূলত আবহাওয়ার কারণে গ্রিনল্যান্ডে সাপ থাকে না।
advertisement
6/7
সাপমুক্ত দেশের তালিকায় রয়েছে নরওয়ে, আয়ারল্যান্ড
সাপমুক্ত দেশের তালিকায় রয়েছে নরওয়ে, আয়ারল্যান্ড
advertisement
7/7
বিজ্ঞানীদের মতে, এই দ্বীপে কখনও কোনও সাপ ছিলই না। ফসিল রেকর্ডেও আয়ারল্যান্ডে সাপের কোনও রেকর্ড পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করেন, সাপের বিবতর্নের আগেই মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড৷
বিজ্ঞানীদের মতে, এই দ্বীপে কখনও কোনও সাপ ছিলই না। ফসিল রেকর্ডেও আয়ারল্যান্ডে সাপের কোনও রেকর্ড পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করেন, সাপের বিবতর্নের আগেই মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড৷
advertisement
advertisement
advertisement