ঈশ্বর আছে না নেই ? এই বিষয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন ৷ তবে এই অনুভূতি একদম ব্যক্তিগত ৷ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ৷ বিজ্ঞান ঈশ্বরের অস্থিত্বের ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেও ৷ বেশ এমন কিছু চমৎকার আছে যা দেখে বিজ্ঞানও অনেক সময়ে চমকে যায় ৷ ভারতে এমন কিছু মন্দির আছে যার ঐতিহাসিক গুরুত্ব আছে সেখানেও অনেক ঘটে যাওয়া বেশ কিছু রহস্য জনমানস তথা বৈজ্ঞানিকদেরও এক রহস্যের মধ্যে রেখেছে ৷ এমনই কিছু মন্দিরই আলোচনার কেন্দ্রবিন্দু ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement
advertisement
এই মন্দিরে দশম মহাবিদ্যার মা কালী, ত্রিপুর, ভৈরবি, ধুমাবতী, তারা, ছিন্নমস্তা, মাতঙ্গগড়ী, উগ্রতারা, মা ভুবনেশ্বরী প্রতিষ্ঠিত ৷ এছাড়াও মা বগলামুখী, বটুক ভৈরব, অন্নপূর্ণা ভৈরব, কাল ভৈরব, মাতঙ্গি ভৈরব প্রতিষ্ঠিত আছে ৷ এই মন্দির থেকে বেশ আশ্চর্য আওয়াজ শুনতে পাওয়া যায় ৷ সারা দেশের ৫২ শক্তিপীঠের মধ্যে বেস জাগ্রত এই মন্দির ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
বৈজ্ঞানিকদের মতে এটি কোনও অবাস্তব ঘটনা নয় ৷ এই মন্দিরের পরিসরে কিছু শব্দের গুঞ্জন গুঞ্জরিত হয়ে থাকে ৷ এর প্রেক্ষিতেই এক বৈজ্ঞানিকের দল গিয়েছেল দেখতে ৷ গবেষণায় সামনে এসেছে সেখানে কোনও জনমানস নেই ৷ এই কারণে শব্দ এখানে ঘোরাফেরা করতে থাকে ৷ তাঁরাও মেনে নিয়েছেন এখানে বেশ আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে ৷ এর ফলেই সেখানে আওয়াজ শুনতে পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷