প্রত্যেকের সংসারের যাঁতাকলে আবদ্ধ হয়ে অনেক সময়েই মাতৃ আরাধনার কথা ভুলে যান ৷
জীবনের সব থেকে আনন্দ পেতে গেলে জীবনকে আধ্যাত্মময় করে তুলতে হয় ৷
বিষাদময় জীবনে কখনও হতাশাগ্রস্ত হতে নেই ৷ মা তারা সব সময়েই সন্তানকে রক্ষা করে তার করুণা দিয়ে ৷
টাকা পয়সা, সুখ-দুঃখ আপাত আসবে যাবে মায়ের ভালবাসা সত্যি অমূল্য বা মূল্যহীন ৷
তুঙ্গে বৃহস্পতি হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই মায়ের ভালবাসায় সন্তানের জীবনে সব সময়েই অর্থ, ঐশ্বর্য বৃদ্ধি পায় ৷
মায়ের তুমুল শক্তিতে বৃহস্পতির অবস্থান বৃদ্ধি হয়ে থাকে ৷ জীবন উন্নততর হয়ে থাকে ৷
...