স্টেশনে আদা চা খাচ্ছিলেন যাত্রী, এক চুমুকেই মুখ বেঁকে গেল...এ কী! ছুটে এল RPF, হতবাক সবাই!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway: স্টেশনে দাঁড়িয়ে গরম গরম আদা চায়ের স্বাদ নেওয়ার লোভ কে-ই বা সামলাতে পারে! কিন্তু সেই আদা চা-ই ডেকে আনল বিপদ। এক যাত্রী যা জানালেন এর পর থেকে চা খেতে গেলে আপনিও ১০ বার ভাববেন!
advertisement
advertisement
advertisement
advertisement
তিনটি বিশেষ দল, যাদের নেতৃত্ব দিচ্ছেন ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্টররা, গোটা ডিভিশনে টহল দিচ্ছেন। ফেক ইউনিফর্ম পরা হকারদের থেকে দূরে থাকার জন্য যাত্রীদের সচেতনও করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, এই অভিযান রেলের পরিষেবা ও যাত্রী নিরাপত্তা বজায় রাখতে এবং ট্রেন ও স্টেশন এলাকা পরিচ্ছন্ন রাখতে চালানো হচ্ছে।
advertisement
advertisement
যাত্রীর কথায়, "স্টেশনে আদা চা কিনেছিলাম, এক চুমুক খেতেই কষ্ট হচ্ছিল।" পাশের যাত্রীরাও নাক সিঁটকোচ্ছিলেন। গন্ধে অস্বস্তি ছড়িয়ে পড়েছিল আশপাশে। পরে যখন চা বিক্রেতাকে ধরা হয়, সে নিজেই স্বীকার করল—চা ছিল একেবারে পুরনো, আগের দিন বানানো, আজ শুধু গরম করে ফের বিক্রি করছিল! এবং সব থেকে বড় কথা—সে ছিল অবৈধ হকার।
advertisement