স্টেশনে আদা চা খাচ্ছিলেন যাত্রী, এক চুমুকেই মুখ বেঁকে গেল...এ কী! ছুটে এল RPF, হতবাক সবাই!

Last Updated:
Indian Railway: স্টেশনে দাঁড়িয়ে গরম গরম আদা চায়ের স্বাদ নেওয়ার লোভ কে-ই বা সামলাতে পারে! কিন্তু সেই আদা চা-ই ডেকে আনল বিপদ। এক যাত্রী যা জানালেন এর পর থেকে চা খেতে গেলে আপনিও ১০ বার ভাববেন!
1/8
স্টেশনে দাঁড়িয়ে গরম গরম আদা চায়ের স্বাদ নেওয়ার লোভ কে-ই বা সামলাতে পারে! কিন্তু সেই আদা চা-ই ডেকে আনল বিপদ। এক যাত্রী যা জানালেন এর পর থেকে চা খেতে গেলে আপনিও ১০ বার ভাববেন!
স্টেশনে দাঁড়িয়ে গরম গরম আদা চায়ের স্বাদ নেওয়ার লোভ কে-ই বা সামলাতে পারে! কিন্তু সেই আদা চা-ই ডেকে আনল বিপদ। এক যাত্রী যা জানালেন এর পর থেকে চা খেতে গেলে আপনিও ১০ বার ভাববেন!
advertisement
2/8
হকারদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে রেল সুরক্ষা বাহিনী (RPF)। ৩১ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ২ জুন পর্যন্ত ধরা হয়েছে ৫১ জন অবৈধ হকারকে।
হকারদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে রেল সুরক্ষা বাহিনী (RPF)। ৩১ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ২ জুন পর্যন্ত ধরা হয়েছে ৫১ জন অবৈধ হকারকে।
advertisement
3/8
জানুয়ারি থেকে মে ২০২৫-এর মধ্যে ধরা পড়েছে মোট ৭৪৭ জন। শুধু মে মাসেই ১৪৯ জনকে আটক করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ২৬৯, মার্চে ১৭৭, ফেব্রুয়ারিতে ৫৭ এবং জানুয়ারিতে ৯৫।
জানুয়ারি থেকে মে ২০২৫-এর মধ্যে ধরা পড়েছে মোট ৭৪৭ জন। শুধু মে মাসেই ১৪৯ জনকে আটক করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ২৬৯, মার্চে ১৭৭, ফেব্রুয়ারিতে ৫৭ এবং জানুয়ারিতে ৯৫।
advertisement
4/8
এই অবৈধ হকারদের মধ্যে কেউ বিক্রি করছিলেন খাবার, কেউ জল, কেউ খেলনা, আবার কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিস। অথচ তাঁদের কারও কাছেই রেলের অনুমোদন নেই।
এই অবৈধ হকারদের মধ্যে কেউ বিক্রি করছিলেন খাবার, কেউ জল, কেউ খেলনা, আবার কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিস। অথচ তাঁদের কারও কাছেই রেলের অনুমোদন নেই।
advertisement
5/8
তিনটি বিশেষ দল, যাদের নেতৃত্ব দিচ্ছেন ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্টররা, গোটা ডিভিশনে টহল দিচ্ছেন। ফেক ইউনিফর্ম পরা হকারদের থেকে দূরে থাকার জন্য যাত্রীদের সচেতনও করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, এই অভিযান রেলের পরিষেবা ও যাত্রী নিরাপত্তা বজায় রাখতে এবং ট্রেন ও স্টেশন এলাকা পরিচ্ছন্ন রাখতে চালানো হচ্ছে।
তিনটি বিশেষ দল, যাদের নেতৃত্ব দিচ্ছেন ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্টররা, গোটা ডিভিশনে টহল দিচ্ছেন। ফেক ইউনিফর্ম পরা হকারদের থেকে দূরে থাকার জন্য যাত্রীদের সচেতনও করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, এই অভিযান রেলের পরিষেবা ও যাত্রী নিরাপত্তা বজায় রাখতে এবং ট্রেন ও স্টেশন এলাকা পরিচ্ছন্ন রাখতে চালানো হচ্ছে।
advertisement
6/8
স্টেশনে চা খেলে কী বিপদ হতে পারে? শুধু স্বাদ নয়, বিপদের আশঙ্কাও তখন বেড়ে যায় কয়েক গুণ। সম্প্রতি আগ্রা ডিভিশনের এক স্টেশনে এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হন যাত্রীরা, যার জেরে রেল দফতর কড়া অভিযানে।
স্টেশনে চা খেলে কী বিপদ হতে পারে? শুধু স্বাদ নয়, বিপদের আশঙ্কাও তখন বেড়ে যায় কয়েক গুণ। সম্প্রতি আগ্রা ডিভিশনের এক স্টেশনে এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হন যাত্রীরা, যার জেরে রেল দফতর কড়া অভিযানে।
advertisement
7/8
যাত্রীর কথায়, "স্টেশনে আদা চা কিনেছিলাম, এক চুমুক খেতেই কষ্ট হচ্ছিল।" পাশের যাত্রীরাও নাক সিঁটকোচ্ছিলেন। গন্ধে অস্বস্তি ছড়িয়ে পড়েছিল আশপাশে। পরে যখন চা বিক্রেতাকে ধরা হয়, সে নিজেই স্বীকার করল—চা ছিল একেবারে পুরনো, আগের দিন বানানো, আজ শুধু গরম করে ফের বিক্রি করছিল! এবং সব থেকে বড় কথা—সে ছিল অবৈধ হকার।
যাত্রীর কথায়, "স্টেশনে আদা চা কিনেছিলাম, এক চুমুক খেতেই কষ্ট হচ্ছিল।" পাশের যাত্রীরাও নাক সিঁটকোচ্ছিলেন। গন্ধে অস্বস্তি ছড়িয়ে পড়েছিল আশপাশে। পরে যখন চা বিক্রেতাকে ধরা হয়, সে নিজেই স্বীকার করল—চা ছিল একেবারে পুরনো, আগের দিন বানানো, আজ শুধু গরম করে ফের বিক্রি করছিল! এবং সব থেকে বড় কথা—সে ছিল অবৈধ হকার।
advertisement
8/8
রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত দাম নেওয়া ও নিম্নমানের খাবার বিক্রির ঘটনা রোধ করতেই এই পদক্ষেপ। যাত্রীদের রেল প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—খাবার ও অন্যান্য পণ্য যেন শুধু অনুমোদিত হকার ও বিক্রেতাদের থেকেই কেনা হয়।
রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত দাম নেওয়া ও নিম্নমানের খাবার বিক্রির ঘটনা রোধ করতেই এই পদক্ষেপ। যাত্রীদের রেল প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—খাবার ও অন্যান্য পণ্য যেন শুধু অনুমোদিত হকার ও বিক্রেতাদের থেকেই কেনা হয়।
advertisement
advertisement
advertisement