আসছে বছরের শেষ সূর্যগ্রহণ, পুরাণ মতে কোনও শুভ কাজ নয়, কুপ্রভাবে জীবন নষ্ট হয়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
গর্ভবতী মহিলাদের বিশেষ সাবধানে থাকতে হয় ৷ কেননা একটু আধটু ভুল হবু সন্তানের স্বাস্থ্য ও ভবিষ্যতের ক্ষেত্রে কুপ্রভাব ফেলতে পারে ৷ জ্যোতিষ বলছে এরফলে মাঙ্গলিক, ভৌমদোষ ও রাহু-কেতুর কুপ্রভাব আগামীর উপরে পড়তে পারে ৷
advertisement
advertisement
বিজ্ঞান, শাস্ত্র ও জ্যোতিষ মতে সূর্যগ্রহণের প্রভাব জীবনে প্রবল পরিমাণে রয়েছে ৷ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বললে বলা যায় যে এটি একটি নিত্যসত্য ঘটনা ৷ বিজ্ঞান বলছে সূর্য, পৃথিবী ও চাঁদ একটি ক্ষপথে ধরে ঘুরছে ৷ ঘুরতে ঘুরতে একটি কক্ষপথে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে ঠিক তখনই সূর্যগ্রহণ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
ভগবান বিষ্ণুকে এই খবর জানানো হলে তিনি সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর গলা কেটে দেন ৷ দানবের মৃত্যু হয় তবে ততক্ষণে রাহুর গলা পর্যন্ত অমৃত চলে গিয়েছিল ৷ মাথা থেকে গলাকে রাহু ও শরীর কেতু নামে পরিচিত ছিল ৷ সেই সময় থেকেই রাহু ও কেতু সূর্য ও চাঁদের চিরশত্রু হয়ে যায় ৷ চাঁদ ও সূর্যকে গ্রাস করে একেই বলা হয় গ্রহণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
শাস্ত্রমতে গ্রহণের সময়ে রাহু ত্রিভুবনে তাণ্ডব দেখায় ৷ দেবকূল কষ্টে থাকেন ৷ তাই গ্রহণের সময়ে কোনও কাজ কাজ করলে বিপরীত প্রতিক্রিয়া হয়ে থাকে ৷ কারও কুষ্টিতে যদি রাহু ও কেতুর প্রভাব বেশি থাকে সেই ব্যক্তিতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ৷ রাহু ও কেতু শক্তিশালী এটা বুঝতে পারা যায় কেননা এদের প্রভাব থেকে সূর্যও চন্দ্র বাঁচেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement