Success Story UPSC Interview Tips: মধ্যমেধারই দুনিয়া! প্রমাণ দিলেন জুনেইদ, UPSC-তে র‍্যাঙ্ক ৩ কীভাবে হল জানেন? চমকে যাবেন

Last Updated:
Success Story UPSC Interview Tips: চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন কীভাবে? কোন কোন বিষয়ে জোর দিতে হবে? কীভাবে নিজেকে তৈরি করতে হবে? টিপস দিলেন IAS অফিসার।
1/7
দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটা? অনেকেই একবাক্যে বলে উঠবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC। হ্যাঁ, সত্যিই তাই। বছরের পর বছর খেটেও অনেকে সাফল্য পান না। শিকে ছেঁড়ে না অনেক মেধাবী ছাত্রেরও।
দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটা? অনেকেই একবাক্যে বলে উঠবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC। হ্যাঁ, সত্যিই তাই। বছরের পর বছর খেটেও অনেকে সাফল্য পান না। শিকে ছেঁড়ে না অনেক মেধাবী ছাত্রেরও।
advertisement
2/7
UPSC-তে প্রার্থী বাছাই করা হয় তিনটি পর্যায়ে। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি এবং মেইন মূলত লিখিত পরীক্ষা। এখানে উর্ত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয়। এটা UPSC-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মূল পরীক্ষায় পাশ করা প্রায় দুই তৃতীয়াংশ প্রার্থীই ইন্টারভিউতে ব্যর্থ হন।
UPSC-তে প্রার্থী বাছাই করা হয় তিনটি পর্যায়ে। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি এবং মেইন মূলত লিখিত পরীক্ষা। এখানে উর্ত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয়। এটা UPSC-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মূল পরীক্ষায় পাশ করা প্রায় দুই তৃতীয়াংশ প্রার্থীই ইন্টারভিউতে ব্যর্থ হন।
advertisement
3/7
পুরো পরীক্ষার সবচেয়ে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ইন্টারভিউ। লিখিত পরীক্ষার মতো ইন্টারভিউয়ের জন্যও প্রস্তুতি নিতে হয়। নাহলে সাফল্য অধরাই থেকে যাবে। কিন্তু চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন কীভাবে? কোন কোন বিষয়ে জোর দিতে হবে? কীভাবে নিজেকে তৈরি করতে হবে?
পুরো পরীক্ষার সবচেয়ে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ইন্টারভিউ। লিখিত পরীক্ষার মতো ইন্টারভিউয়ের জন্যও প্রস্তুতি নিতে হয়। নাহলে সাফল্য অধরাই থেকে যাবে। কিন্তু চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন কীভাবে? কোন কোন বিষয়ে জোর দিতে হবে? কীভাবে নিজেকে তৈরি করতে হবে?
advertisement
4/7
এই সব প্রশ্ন নিয়েই আইএএস জুনায়েদ আহমেদের কাছে হাজির হয়েছিল লোকাল18। জুনায়েদ ২১০৯ ব্যাচের আইএএস। সারা দেশে তাঁর র‍্যাঙ্ক ছিল ৩। তিনি জানিয়েছেন, UPSC-এর ইন্টারভিউয়ের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত।
এই সব প্রশ্ন নিয়েই আইএএস জুনায়েদ আহমেদের কাছে হাজির হয়েছিল লোকাল18। জুনায়েদ ২১০৯ ব্যাচের আইএএস। সারা দেশে তাঁর র‍্যাঙ্ক ছিল ৩। তিনি জানিয়েছেন, UPSC-এর ইন্টারভিউয়ের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত।
advertisement
5/7
ইন্টারভিউ নয়, এটা আসলে ব্যক্তিত্বের পরীক্ষা: জুনায়েদ বলছেন, “যাকে ইন্টারভিউ বলা হচ্ছে সেটা আসলে ব্যক্তিত্বের পরীক্ষা। অ্যাকাডেমিক দক্ষতা, বিষয়ের উপর দখল, জ্ঞান ইত্যাদি প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় দেখে নেওয়া হয়েছে। এখন দেখা হবে আপনার মধ্যে বিশেষ কিছু গুণ আছে কি না যা আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। প্রশাসনিক দক্ষতা রয়েছে কি না তাও দেখা হয়। আপনি কতটা দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন সেটাই আসল। এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা।”
ইন্টারভিউ নয়, এটা আসলে ব্যক্তিত্বের পরীক্ষা: জুনায়েদ বলছেন, “যাকে ইন্টারভিউ বলা হচ্ছে সেটা আসলে ব্যক্তিত্বের পরীক্ষা। অ্যাকাডেমিক দক্ষতা, বিষয়ের উপর দখল, জ্ঞান ইত্যাদি প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় দেখে নেওয়া হয়েছে। এখন দেখা হবে আপনার মধ্যে বিশেষ কিছু গুণ আছে কি না যা আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। প্রশাসনিক দক্ষতা রয়েছে কি না তাও দেখা হয়। আপনি কতটা দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন সেটাই আসল। এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা।”
advertisement
6/7
ব্যক্তিত্ব গঠনে জোর: ইন্টারভিউতে সফল হতে গেলে ব্যক্তিত্ব গঠনে জোর দেওয়া উচিত। এমনটাই পরামর্শ দিচ্ছেন জুনায়েদ আহমেদ। ব্যক্তিত্ব যেন আকর্ষণীয় হয়। তিনি বলছেন, “ব্যক্তিত্বের প্রতি বিশেষ জোর দিন। আপনার কথা বলার ভঙ্গী, হাঁটাচলা, বসার ভঙ্গী, সবকিছুই খুঁটিয়ে লক্ষ করা হয়।”
ব্যক্তিত্ব গঠনে জোর: ইন্টারভিউতে সফল হতে গেলে ব্যক্তিত্ব গঠনে জোর দেওয়া উচিত। এমনটাই পরামর্শ দিচ্ছেন জুনায়েদ আহমেদ। ব্যক্তিত্ব যেন আকর্ষণীয় হয়। তিনি বলছেন, “ব্যক্তিত্বের প্রতি বিশেষ জোর দিন। আপনার কথা বলার ভঙ্গী, হাঁটাচলা, বসার ভঙ্গী, সবকিছুই খুঁটিয়ে লক্ষ করা হয়।”
advertisement
7/7
এর সঙ্গে দৃষ্টিভঙ্গীরও বিশেষ গুরুত্ব রয়েছে। জুনায়েদের কথায়, “ইন্টারভিউতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রার্থীর মতামত জানতে চাওয়া হয়। কোনও ইস্যু তুলে জানতে চাওয়া হয়, এই প্রসঙ্গে প্রার্থী কী ভাবছেন, তিনি সেই ইস্যুর পক্ষে না কি বিপক্ষে। গোটা ব্যাপারটাই যুক্তি দিয়ে বোঝাতে হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্স যেন নখদর্পণে থাকে।”
এর সঙ্গে দৃষ্টিভঙ্গীরও বিশেষ গুরুত্ব রয়েছে। জুনায়েদের কথায়, “ইন্টারভিউতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রার্থীর মতামত জানতে চাওয়া হয়। কোনও ইস্যু তুলে জানতে চাওয়া হয়, এই প্রসঙ্গে প্রার্থী কী ভাবছেন, তিনি সেই ইস্যুর পক্ষে না কি বিপক্ষে। গোটা ব্যাপারটাই যুক্তি দিয়ে বোঝাতে হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্স যেন নখদর্পণে থাকে।”
advertisement
advertisement
advertisement