ভাগ্যরেখায় কালসর্প দোষ! শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যায় নিয়ম মেনে করুন এই পুজো
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন সোমবতী অমাবস্যার নির্ঘণ্ট, পুজোর বিধি
শ্রাবণ মাস হল মহাদেব শিবের মাস। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। শেষ হবে ১৭ অগস্টে। এ বছর শ্রাবণে পাঁচটি সোমবার পড়বে। শ্রাবণের প্রথম সোমবার, ২০ জুলাই, এর গুরুত্ব অনেকটাই বেশি। কারণ এদিন অমাবস্যা পড়েছে। জেনে নিন সোমবতী অমাবস্যার নির্ঘণ্ট, পুজোর বিধি।
advertisement
১৯ জুলাই রাত ১২টার পর অর্থাৎ ২০ জুলাই ১২.১০ মিনিট থেকে ২০ জুলাই রাত ১১.০২ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। এদিন ভক্তরা মহাদেবের সঙ্গে, পার্বতী, গণেশ, কার্তিক এবং নন্দীকেও পুজো করে থাকেন।
advertisement
এই দিন বিবাহিত মহিলারা পার্বতীর করে থাকেন সংসারে শান্তি বজায় রাখার জন্য। সেই সঙ্গে তুলসী গাছে অবশ্যই জল আর মিষ্টি দিয়ে থাকেন, তারপর আরতি করে থাকেন।
advertisement
সোমবতী অমাবস্যার সঙ্গেই অবস্থান করে হরিয়ালি অমাবস্যা। এই দিনটিতে গাছ লাগালে এবং প্রকৃতির দেখভাল করলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে বলে মনে করা হয়।
advertisement
এই দিনটি কাল সর্প দোষ কাটানোর জন্যও শুভদিন হিসেবে গণ্য করা হয়। যাঁরা এই দোষে দুষ্ট, তাঁরা স্বপ্নে সাপ বা মৃত মানুষদের দেখেন বলে কথিত।
advertisement