করোনা অতিমারিতে বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ে৷ করোনা ধরা পড়লে আইসোলেশন মাস্ট৷ যত দিন না ভ্যাকসিন বা কোনও ওষুধ আসছে, ততদিন এই নিয়ম পালন করা ছাড়া কোনও উপায় নেই৷ এবং কোনও সংক্রামক রোগ মহামারি আকার নিলে সোশ্যাল ডিস্ট্যান্সিং নিয়ম শুধু মানুষই করে তা নয়, অন্যান্য প্রাণীর মধ্যেও একই প্রবণতা আছে৷ তাদের কারও যদি কোনও মারণ রোগ হয়, প্রাণে বাঁচতে বাকিরাও নিজেদের আলাদা রাখে৷ যাতে সংক্রমণ না ছড়ায়৷ তেমনই কয়েকটি জীবের সঙ্গে পরিচয় সেরে ফেলা যাক৷