আমাদের রাজ্য বা দেশ মায় গোটা বিশ্বে প্রতিদিনই সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়। জানেন , বিশ্বের সবথেকে বিষাক্ত সাপ কোন ৭টি?
advertisement
2/8
নায়া নায়া--এটি কোবরা বা গোখরো প্রজাতির সাপ, এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এটি স্থলভূমির সাপ, এবং এর ফণায় চশমার মত দুটি বলয় থাকে।
advertisement
3/8
নায়া কাউচিয়া-- এটিও গোখরো প্রজাতির সাপ, স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলা হয়। এই সাপটিকে জউরা নামেও ডাকা হয়।
advertisement
4/8
কিং কোবরা বা শঙ্খচূড়-- একে রাজ গোখরোও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোখরোর তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফণায় অন্য গোখরার মতো চশমার মত বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায়।
advertisement
5/8
ক্রেইট বা শঙ্খিনী-- এই সাপকে শঙ্খিনী এবং শাঁকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট ৮টি প্রজাতি রয়েছে। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয়। এই সাপ বাড়ির আশপাশে শুকনো জায়গায় থাকে।
advertisement
6/8
কালো নাইজার-- এটিও শঙ্খিনী জাতের সাপ। নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে খুব দেখা যায়।
advertisement
7/8
চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার-- চন্দ্রবোড়ার আরেক নাম উলুবোড়া। মারাত্মক বিষাক্ত। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, রক্ত জমাট বেধে যায়।
advertisement
8/8
সবুজ বোড়া-- সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাউয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে।