Snake Life Span: আপনি তো দেখলে শিউরে ওঠেন, জানেন এক একটা সাপ কত বছর বাঁচে! কোন সাপের আয়ু সবচেয়ে বেশি আতঙ্কে হাত-পা পেটে ঢুকে যাবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Nag Panchami: নাগ পঞ্চমী তিথিতে মনসার পুজো হয়, দেবী কিন্তু সাপের দেবী, আজ পুজোর দিন জেনে নিন সাপের আয়ু কত
advertisement
সাপ সম্পর্কে প্রায়ই নানান কথা শোনা যায়, কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে সাপ কতদিন বাঁচতে পারে? অথবা তাদের বয়স কীভাবে নির্ধারণ করা হয়? যদিও আমাদের বেশিরভাগ মানুষই মানুষের গড় আয়ু সম্পর্কে অবগত, তবুও সাপের বয়স অনেকের কাছেই রহস্যময়। মধ্যপ্রদেশের একজন সাপ বিশেষজ্ঞ এই নিয়ে রিসার্চ করেছেন৷ যার মধ্যে রয়েছে কোন প্রজাতি সবচেয়ে বেশি বাঁচে এবং তাদের বয়স কীভাবে অনুমান করা যায়। তায় আজ আবার নাগ পঞ্চমী, জেনে নিন এই পবিত্র দিনেই সাপের সম্পর্কে বিশেষ তথ্য৷
advertisement
খারগোন জেলার মন্ডলেশ্বরের বাসিন্দা মহাদেব গত ন'বছর ধরে সাপ উদ্ধার এবং স্টাডি করছেন। লোকাল ১৮-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ভারতে ২৭০ টিরও বেশি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে কিছু, যেমন বাগানের সাপ, সাধারণত আবাসিক এলাকায় পাওয়া যায়, আবার কিছু গভীর বনে বাস করে আবার কিছু সাপ এতটাই বিরল খুব কমই দেখা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement