Snake: সাপুড়ে সাপ ধরে কি সত্যি বিষ দাঁত ভেঙে দেন! তাহলে বিষ দাঁত ফেরে কী করে? জানুন আসল সত্যিটা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Snake: সাপুড়ে দাঁত ভেঙে বিষ তোলেন—এ ধারণা ভুল। সাপের বিষগ্রন্থি ধ্বংস করা হয়, তবে দাঁত সপ্তাহেই গজায়। এই ভুল ধারণা মারাত্মক হতে পারে। সাপ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ। জানুন বিস্তারিত...
advertisement
মনে করা হয়, সাপুড়ে যখন সাপ ধরেন, তখন তারা তার দাঁত ভেঙে তার বিষ শেষ করে দেন। এরপর সাপ থেকে আর কোনো বিপদ থাকে না—এমন বিশ্বাস বহু বছর ধরে চালু আছে। কিন্তু আসল সত্য হলো, সাপুড়ে ধরা বিষধর সাপের বিষ অন্যভাবে বের করেন। বিষধর সাপ বা গোখরা নিয়ে ঘোরা সাপুড়ে আসলে কী করেন, যাতে সাপের বিষ চলে যায় এবং তার কামড়ে বিষ প্রবেশের কোনো আশঙ্কা না থাকে?
advertisement
advertisement
advertisement
দাঁত ভাঙলে কি সত্যিই সাপের বিষ চলে যায়? বন্যপ্রাণ বিশেষজ্ঞ মৃদুল বৈভব, যিনি বহু বছর ধরে সাপ উদ্ধার কাজ করছেন এবং তাদের আচরণ ও জীবনযাত্রা কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন, তিনি জানান—সাপের বিষ দাঁত ভেঙে শেষ হয়—এ ধারণা একেবারেই ভুল। তিনি এমন একটি ঘটনাও শেয়ার করেন, যেখানে এই ভুল ধারণার কারণে বড় দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
advertisement
সাপের দাঁতের ব্যবহার সাপের দাঁতের অনেক কাজ আছে: শিকার ধরা, শিকার মারা, খাবার গিলতে সাহায্য করা এবং বিষদাঁতের মাধ্যমে শিকারকে বিষ প্রবেশ করানো। সাপের বিষ আসলে এক ধরনের লালা, যা বিশেষ গ্রন্থি থেকে তৈরি হয় এবং এতে নানা প্রোটিন ও এনজাইমের মিশ্রণ থাকে। সাধারণত সাপের মুখে অনেক দাঁত থাকে, কিন্তু বিষধর সাপের মুখে ২ থেকে ৪টি লম্বা, বাঁকানো ও নুকিল দাঁত থাকে, যেগুলো ফাঁপা এবং বিষের থলির সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
দাঁত ভাঙলেও সপ্তাহে নতুন দাঁত গজায় মৃদুল বৈভব জানান, সাপের দাঁত ভেঙে দিলে সপ্তাহের মধ্যেই নতুন দাঁত গজিয়ে যায়। তাই একবার দাঁত ভেঙে দিলে সাপের বিষ তৈরি বন্ধ হবে—এমন ধারণা একেবারেই ভুল। এই ভুলের কারণে একবার বড় বিপদ হয়েছিল—জয়পুরে এক অপটু সাপুড়ে অবৈধভাবে এক যুবককে ভাইপার সাপ বিক্রি করেছিল, ভুলবশত একে অজগর বলে। সে বলেছিল, দাঁত ভাঙা, তাই বিপদ নেই। কিন্তু এক সপ্তাহের মধ্যে ভাইপারের নতুন দাঁত গজিয়ে যায় এবং সেই যুবক মারা যায়।
advertisement
advertisement
সাপের দাঁত ভাঙা ও বদলানোর প্রক্রিয়া সাপ নিয়মিত দাঁত বদলায়, যার মধ্যে বিষদাঁতও রয়েছে। দাঁত শিকার ধরা বা আত্মরক্ষার সময় ভেঙে যেতে পারে, শিকারের মধ্যে আটকে যেতে পারে বা বারবার কামড়ানোর ফলে ক্ষয় হতে পারে। অন্যান্য সরীসৃপের তুলনায় সাপের দাঁত বদলানোর বিশেষ প্রক্রিয়া আছে—‘অডোন্টোক্লাস্ট’ কোষ পুরোনো দাঁত ভেতর থেকে ভেঙে দেয়। কখনও পুরোনো দাঁত পড়ার আগেই নতুন দাঁত তৈরি হয়ে যায়, ফলে কিছু সময়ের জন্য সাপের এক পাশে ৩টি দাঁত পর্যন্ত থাকতে পারে।