Snake Facts: সাপে কামড়ানোর লক্ষণ কী কী? চিকিৎসকের মুখ থেকে শুনে নিন..একটু এদিক ওদিক হলেই, মৃত্যু!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
লক্ষণগুলি গুরুতর হলে, তাৎক্ষণিকভাবে সাপের বিষ-প্রতিরোধী ইনজেকশন দেওয়া হয় তবে কেবলমাত্র একজন ডাক্তারই জানতে পারেন যে কামড়টি বিষাক্ত সাপের কিনা। অতএব, সাধারণ মানুষের কখনই ভাবা উচিত নয় যে হাসপাতালে গিয়ে কী লাভ। যে সাপের কামড়ই হোক না কেন, অবিলম্বে হাসপাতালে যান এবং চিকিৎসা নিন।
নয়াদিল্লি: বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে বেশি৷ আর বর্ষাকালেই সাপের কামড় নিয়ে হাসপাতালে বেশি ভিড় করেন মানুষ৷ কিন্তু, অনেকেই সামনে সাপ দেখতে পেলে এতটাই ভয় পেয়ে যান যে, সাপে কামড়ালে ঠিক কী কী করতে হয়, স্মরণে থাকে না৷ এর জেরে প্রাণ পর্যন্ত চলে যায় অনেকের৷ হঠাৎ করে যদি আপনার সামনে সাপ দেখতে পান তাহলে আপনার কী করা উচিত? নয়ডার ফোর্টিস হাসপাতালের এমার্জেন্সি মেডিসিনের ডিরেক্টর ডাঃ অনুরাগ আগরওয়াল আমাদের বিস্তারিত ভাবে জানাচ্ছেন এই বিষয়ে৷ আসুন বিষয়টি বিশদে জেনে নেওয়া যাক৷
advertisement
ডাঃ অনুরাগ আগরওয়াল বলেন, ‘‘যদি হঠাৎ করে আপনার সামনে কোনও সাপ এসে পড়ে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ধীরে ধীরে সরে যান। দৌড়বেন না৷ সাপকে কোনও ভাবে অ্যালার্ট করবেন না বা মারতে বা তাড়াতে যাবেন না৷ কিন্তু, যদি কোনও সাপ কাউকে কামড়ায়, তখন সাপকে তাড়ানো বা তাড়া করার পরিবর্তে এক জায়গায় স্থির হয়ে বসে পড়ুন৷’’
advertisement
advertisement
advertisement
এখন প্রশ্ন হল সাপের কামড়ের জায়গায় ব্যান্ডেজ না থাকলে কী করবেন? ডাঃ অনুরাগ আগরওয়াল বলেন, বিকল্প হিসেবে এক টুকরো সুতির তোয়ালে বা ধুতি বেছে নেওয়া যেতে পারে। যদি এই সব না পাওয়া যায় তাহলে আপনার জ্যাকেট বা জামা খুলে তা ছিঁড়ে ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন ব্যান্ডেজটি একেবারে পরিষ্কার, শুকনো হওয়া উচিত।
advertisement
সাপে কামড়ানোর পর এই কাজটি করবেন না- সাপে কামড়ানোর পর কী এড়িয়ে চলবেন?ডাঃ অনুরাগ আগরওয়াল বলেন, যদি সাপ কামড়ায়, তাহলে কামড়ানো অংশটি শক্ত করে বেঁধে ফেলবেন না। কখনও এই অংশে বরফ লাগানোর চেষ্টা করবেন না। এছাড়াও, সাপ যেখানে কামড়ায় সেখানে স্পর্শ করবেন না, কামড়ে বা শুষে বিষ টানার চেষ্টা করবেন না। সাপের কামড়ের পর কফি বা ক্যাফেইন বা অ্যালকোহল পান করবেন না।
advertisement
অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অ্যাডভিল, মোটরিন আইবি বা ন্যাপ্রোক্সেন সোডিয়াম অ্যালেভ ইত্যাদি ব্যথানাশক ওষুধ খাবেন না, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। সাপ ধরার বা মারার চেষ্টা করবেন না। তবে সম্ভব হলে এর রঙ এবং আকৃতি মনে রাখবেন যাতে আপনি ডাক্তারকে বলতে পারেন। সম্ভব হলে নিরাপদ দূরত্ব থেকে সেই সাপের ছবি তুলুন। এই তথ্য চিকিৎসায় সাহায্য করে। সাপের কামড়ের ক্ষেত্রে কখনও ঘরোয়া প্রতিকার ব্যবহার করবেন না। দেরি না করে হাসপাতালে যান।
advertisement
কতক্ষণ আগে হাসপাতালে পৌঁছানো উচিত?সাপে কামড়ানোর পর হাসপাতালে পৌঁছানোর কোনও সময়সীমা নেই। পারলে ১৫ মিনিটের মধ্যেই৷ ডাঃ অনুরাগ আগরওয়াল বলেন, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করুন। সাপের বিষ কার্যকর হতে কত সময় লাগবে তা নির্ভর করে কামড়ানোর সময় সাপটি আপনার রক্তে কতটা বিষ সঞ্চালিত করেছে তার উপর। বিষ যত বেশি হবে, তত বেশি বা দ্রুত শরীরে ছড়িয়ে পড়বে। কোন সাপ কামড়েছে, তার উপরেও কত দ্রুত ব্যক্তির অবস্থার অবনতি ঘটবে তা নির্ভর করে৷
advertisement
সাপের কামড়ের পর কী কী লক্ষণ দেখা দেয়? সাপের কামড়ের লক্ষণডাঃ অনুরাগ আগরওয়াল বলেন, সাপের কামড়ের পর কী ধরনের লক্ষণ দেখা যাবে? তা নির্ভর করে কোন বিষাক্ত সাপ কামড়েছে তার উপর। যদি কোবরা (কেউটে), ক্রেটের (কালাচ) মতো সাপ কামড়ে থাকে তবে স্নায়বিক লক্ষণ দেখা যাবে। অর্থাৎ, স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দেবে যা সরাসরি মস্তিষ্কের সাথে সম্পর্কিত। এতে পেশীগুলি খুব দুর্বল হতে শুরু করে, শ্বাস নিতে অসুবিধা হয়, হাত-পা অসাড় হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, অলসতা হয়, ঘুম ঘুম ভাব শুরু হয়। এর পাশাপাশি রক্তপাতের সমস্যাও দেখা দিতে পারে। অন্যদিকে, রাসেল ভাইপার, পিট ভাইপারের মতো সাপ কামড়ালে রক্ততন্ত্রের ক্ষতি হতে শুরু করে। এতে রোগীর শরীরের রক্ত এতটাই পাতলা হয়ে যায় যে তা বিভিন্ন জায়গা থেকে নিজে থেকেই বেরিয়ে যেতে শুরু করে। নাক, প্রস্রাব, মল ইত্যাদি থেকে রক্ত বের হতে শুরু করে। রক্ত বমিও হতে পারে।
advertisement
সাপের কামড়ের চিকিৎসা ডাক্তাররা কীভাবে করেন?সাপের কামড়ের জন্য সাপের বিষ-প্রতিরোধী ওষুধ ব্যবহার করা হয় কিন্তু ডাঃ অনুরাগ আগরওয়াল বলেন যে কখনও কখনও বিষাক্ত নয় এমন সাপের কামড়ও হয়। তাই, আমরা প্রথমে রোগীর উপর নজর রাখি। আমরা দেখি যে লক্ষণগুলি বিষাক্ত সাপের কামড়ের কিনা। লক্ষণগুলি গুরুতর হলে, তাৎক্ষণিকভাবে সাপের বিষ-প্রতিরোধী ইনজেকশন দেওয়া হয় তবে কেবলমাত্র একজন ডাক্তারই জানতে পারেন যে কামড়টি বিষাক্ত সাপের কিনা। অতএব, সাধারণ মানুষের কখনই ভাবা উচিত নয় যে হাসপাতালে গিয়ে কী লাভ। যে সাপের কামড়ই হোক না কেন, অবিলম্বে হাসপাতালে যান এবং চিকিৎসা নিন।