কিছু না পেলে নিজেকেই নিজে গিলে খায় এই প্রাণী! কেন এই অদ্ভুত আত্মহনন? জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
মাঝেমধ্যেই নিজেই নিজের লেজ কামড়ে খায় বা গিলে ফেলে। ঘটনাটা শুনতে অদ্ভুত লাগলেও এর পিছনে রয়েছে পরিষ্কার বৈজ্ঞানিক এবং জৈবিক ব্যাখ্যা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় আপনি যে সব ভিডিও বা ছবি দেখেন, সেগুলো বানানো নয়। এমনটা সত্যিই ঘটে। কিন্তু তার পিছনে লুকিয়ে রয়েছে সাপের তীব্র মানসিক চাপ, শরীরের তাপমাত্রার ভারসাম্যহীনতা, ক্ষুধা, অথবা স্নায়বিক সমস্যা। তাই সাপ যখন নিজের লেজ গিলে ফেলে, সেটা কোনও ভূতের গল্প নয় — সেটা শরীর ও মনস্তত্ত্বের একটি দুর্বল মুহূর্তের প্রতিফলন।