দুমদাম শব্দে কেঁপে উঠল শতাব্দী এক্সপ্রেস...! চলন্ত ট্রেনের AC কোচে আচমকা যা ঘটল, মুহূর্তে ছুটে এল RPF, ঘাম ছুটল যাত্রীদের!

Last Updated:
Shatabdi Express: রাজধানীর দিকে ছুটে চলা রানী কমলাপতি থেকে নয়াদিল্লিগামী ১২০০১ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সেদিন আর পাঁচ দিনের মতোই হাই স্পিডে ছুটছিল। কারারি রেল স্টেশনের কাছে আসতেই আচমকা থরথর করে কেঁপে উঠল গোটা ট্রেন।
1/13
ভারতীয় রেলের অন্যতম দ্রুতগতির ট্রেন শতাব্দী এক্সপ্রেস। বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের মতোই ভারতীয় রেলের অন্যতম গর্ব শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট পাওয়াও রাজধানীর মতোই কঠিন। আবার বিলাসবহুল এই ট্রেনে চড়ে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে শতাব্দীর জুড়ি মেলা ভার।
ভারতীয় রেলের অন্যতম দ্রুতগতির ট্রেন শতাব্দী এক্সপ্রেস। বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের মতোই ভারতীয় রেলের অন্যতম গর্ব শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট পাওয়াও রাজধানীর মতোই কঠিন। আবার বিলাসবহুল এই ট্রেনে চড়ে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে শতাব্দীর জুড়ি মেলা ভার।
advertisement
2/13
দ্রুতগামী এই ট্রেনের কনফার্ম টিকিট পেলে তাই অনেকটাই নিশ্চিন্ত হন যাত্রীরা। ধরে নেওয়া হয় যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দময় হবেই। নির্দিষ্ট সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অন্যতম সেরা বিকল্প শতাব্দী এক্সপ্রেস তাই ভারতীয় রেলের যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়।
দ্রুতগামী এই ট্রেনের কনফার্ম টিকিট পেলে তাই অনেকটাই নিশ্চিন্ত হন যাত্রীরা। ধরে নেওয়া হয় যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দময় হবেই। নির্দিষ্ট সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অন্যতম সেরা বিকল্প শতাব্দী এক্সপ্রেস তাই ভারতীয় রেলের যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়।
advertisement
3/13
কিন্তু এহেন লাক্সারি ট্রেনেও কি আপনি পুরোপুরি নিরাপদ? সম্প্রতি রাজধানী দিল্লিগামী শতাব্দী এক্সপ্রেসে যা ঘটল তা কাঁপিয়ে দিয়েছে যাত্রীদের। এক্ষেত্রে রীতিমতো যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পর পর তিন দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বড় ঘটনা।
কিন্তু এহেন লাক্সারি ট্রেনেও কি আপনি পুরোপুরি নিরাপদ? সম্প্রতি রাজধানী দিল্লিগামী শতাব্দী এক্সপ্রেসে যা ঘটল তা কাঁপিয়ে দিয়েছে যাত্রীদের। এক্ষেত্রে রীতিমতো যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পর পর তিন দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বড় ঘটনা।
advertisement
4/13
রাজধানীর দিকে ছুটে চলা রানী কমলাপতি থেকে নয়াদিল্লিগামী ১২০০১ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সেদিন আর পাঁচ দিনের মতোই হাই স্পিডে ছুটছিল। কারারি রেল স্টেশনের কাছে আসতেই আচমকা থরথর করে কেঁপে উঠল গোটা ট্রেন।
রাজধানীর দিকে ছুটে চলা রানী কমলাপতি থেকে নয়াদিল্লিগামী ১২০০১ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সেদিন আর পাঁচ দিনের মতোই হাই স্পিডে ছুটছিল। কারারি রেল স্টেশনের কাছে আসতেই আচমকা থরথর করে কেঁপে উঠল গোটা ট্রেন।
advertisement
5/13
মুহূর্তে দুমদাম শব্দ। ট্রেনের C-6 কোচের জানালার কাচ ঝনঝন করে ভেঙে পড়ল। বিকট শব্দে আকস্মিক আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে গেল নিমেষের মধ্যে। কিছু যাত্রী ভয়ে আসনের নীচে গিয়ে লুকোলেন। আবার কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করতে থাকলেন!
মুহূর্তে দুমদাম শব্দ। ট্রেনের C-6 কোচের জানালার কাচ ঝনঝন করে ভেঙে পড়ল। বিকট শব্দে আকস্মিক আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে গেল নিমেষের মধ্যে। কিছু যাত্রী ভয়ে আসনের নীচে গিয়ে লুকোলেন। আবার কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করতে থাকলেন!
advertisement
6/13
ছুটে এল রেলরক্ষী বাহিনী। কিছুক্ষণেই বোঝা গেল বাইরে থেকে চলন্ত ট্রেনে পাথর ছুড়ছিল কে বা কারা। ভোপালের রানী কমলাপতি রেল স্টেশন থেকে নয়াদিল্লিগামী শতাব্দী এক্সপ্রেস ট্রেন (১২০০১) পাথর ছোড়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়। পরপর তিনবার ঘটল এই ঘটনা
ছুটে এল রেলরক্ষী বাহিনী। কিছুক্ষণেই বোঝা গেল বাইরে থেকে চলন্ত ট্রেনে পাথর ছুড়ছিল কে বা কারা। ভোপালের রানী কমলাপতি রেল স্টেশন থেকে নয়াদিল্লিগামী শতাব্দী এক্সপ্রেস ট্রেন (১২০০১) পাথর ছোড়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়। পরপর তিনবার ঘটল এই ঘটনা
advertisement
7/13
আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পরে যায় নেটিজেনদের মধ্যে। একই সঙ্গে রেল নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পরে যায় নেটিজেনদের মধ্যে। একই সঙ্গে রেল নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
advertisement
8/13
ভোপাল রেল ডিভিশনের সরকারি সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৬.৩০ এর মধ্যে বিনা ও ঝাঁসির মধ্যে ট্রেনটিতে পাথর ছোঁড়া হয়। এর ফলে সি-৬ কোচের জানালার কাচ ভেঙে যায়। যদিও কোনও যাত্রী আহত হননি, তবুও ট্রেনের কামরায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।
ভোপাল রেল ডিভিশনের সরকারি সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৬.৩০ এর মধ্যে বিনা ও ঝাঁসির মধ্যে ট্রেনটিতে পাথর ছোঁড়া হয়। এর ফলে সি-৬ কোচের জানালার কাচ ভেঙে যায়। যদিও কোনও যাত্রী আহত হননি, তবুও ট্রেনের কামরায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।
advertisement
9/13
ঝাঁসি রেল ডিভিশনের কর্মকর্তারা শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়ার এই ঘটনা সম্পর্কে অবশ্য কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে রেল যাত্রীরা বলেন ক্রমাগত পাথর ছোঁড়ার ঘটনার কারণে তাঁরা এখন ট্রেনে উঠতেই যেন ভয় পাচ্ছেন।
ঝাঁসি রেল ডিভিশনের কর্মকর্তারা শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়ার এই ঘটনা সম্পর্কে অবশ্য কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে রেল যাত্রীরা বলেন ক্রমাগত পাথর ছোঁড়ার ঘটনার কারণে তাঁরা এখন ট্রেনে উঠতেই যেন ভয় পাচ্ছেন।
advertisement
10/13
উল্লেখ্য, এর আগে রবিবার রাতেও গোয়ালিয়রের বিড়লা নগর এবং রাইরু স্টেশনের মধ্যে শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। ট্রেনের সি-৫ কোচের জানালার কাচ ভেঙে যায় সেই সময়। এই ঘটনায় গোবিন্দপুরের বাসিন্দা রাইলশিয়া শ্রীবাস্তব নামে এক মহিলা যাত্রী অল্পের জন্য বেঁচে যান।
উল্লেখ্য, এর আগে রবিবার রাতেও গোয়ালিয়রের বিড়লা নগর এবং রাইরু স্টেশনের মধ্যে শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। ট্রেনের সি-৫ কোচের জানালার কাচ ভেঙে যায় সেই সময়। এই ঘটনায় গোবিন্দপুরের বাসিন্দা রাইলশিয়া শ্রীবাস্তব নামে এক মহিলা যাত্রী অল্পের জন্য বেঁচে যান।
advertisement
11/13
সেই সময় আরপিএফ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছিল, কিন্তু কোনও অভিযুক্তই ধরা পড়েনি।রবিবারের পর একই কায়দায় পাথর ছোড়ার দ্বিতীয় ঘটনাটি ঘটে মঙ্গলবার। বারেথ এবং কালহারের মাঝামাঝি বিদিশার মান্ডি বামোরা স্টেশনের কাছে একই ট্রেনে আবারও পাথর ছোড়া হয়।
সেই সময় আরপিএফ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছিল, কিন্তু কোনও অভিযুক্তই ধরা পড়েনি।
রবিবারের পর একই কায়দায় পাথর ছোড়ার দ্বিতীয় ঘটনাটি ঘটে মঙ্গলবার। বারেথ এবং কালহারের মাঝামাঝি বিদিশার মান্ডি বামোরা স্টেশনের কাছে একই ট্রেনে আবারও পাথর ছোড়া হয়।
advertisement
12/13
এতে ট্রেনের সি-৪ কোচের জানালা ভেঙে যায়। সেই সময় যাত্রীরা জানালার সিটে বসে থাকার কথা জানালে হঠাৎ করেই বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় যদিও কেউ আহত হননি।
এতে ট্রেনের সি-৪ কোচের জানালা ভেঙে যায়। সেই সময় যাত্রীরা জানালার সিটে বসে থাকার কথা জানালে হঠাৎ করেই বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় যদিও কেউ আহত হননি।
advertisement
13/13
ট্রেনের কর্মীরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম এবং আরপিএফ জওয়ানদের খবর দেন। ঘটনায় বিনা স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বুধবার রাতে হামলার পর আরপিএফ সক্রিয় হয়ে উঠেছে। রেলের তরফ থেকে যাত্রীদের নিরাপত্তা রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে।
ট্রেনের কর্মীরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম এবং আরপিএফ জওয়ানদের খবর দেন। ঘটনায় বিনা স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বুধবার রাতে হামলার পর আরপিএফ সক্রিয় হয়ে উঠেছে। রেলের তরফ থেকে যাত্রীদের নিরাপত্তা রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement