বাড়িতে সাপ ডেকে আনে এইগুলোই! বাঁচতে চাইলে এখনই সরিয়ে ফেলুন...বর্ষায় এদের গন্ধেই আকৃষ্ট হয় বিষধর সাপ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Bite: ভারতে প্রতি বছর কয়েক হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। সরকারিভাবে নথিভুক্ত তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৩০ লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে ৫৫ হাজারেরও বেশি মানুষ মারা যান। আরও ভয়ঙ্কর তথ্য হল, বর্ষাকালে এই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যায়।
advertisement
advertisement
বৃষ্টির জলে যখন সাপের গর্তে জল ঢুকে পড়ে কিংবা প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপেরা মানুষের ঘরে ঢুকে পড়ে। কখনও আবার জলের তোড়েই সাপ ভেসে এসে ঢুকে পড়ে বাড়িতে। এমন অবস্থায় মানুষের সঙ্গে তাদের সংঘর্ষ প্রায় অনিবার্য হয়ে ওঠে এবং আত্মরক্ষায় সাপ কামড়ে দেয়। (Representative Image: AI Generated)
advertisement
স্নেক এক্সপার্ট স্বপ্নিল খাতাল, যিনি গত ২০ বছর ধরে বন্যপ্রাণ নিয়ে কাজ করছেন, জানাচ্ছেন—ভারতে প্রায় ৩৬৪টি প্রজাতির সাপ রয়েছে। তার মধ্যে মাত্র ১০ শতাংশ সাপ মারাত্মক বিষধর। এবং এই ১০ শতাংশের মধ্যেও চারটি সাপ সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী। এদের বলা হয় 'বিগ ফোর': স্পেকট্যাকলড কোবরা, ক্রেইট, রাসেল ভাইপার এবং সো-স্কেলড ভাইপার। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement