Pyramid Antarctica: এমন কী করে সম্ভব! আন্টার্টিকায় পিরামিড! কে বানাল, বিজ্ঞানীদের ঘুম উড়ে গেছে একটি কারণেই, কী জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pyramid Antarctica: বেশ কিছুদিন আগে বিজ্ঞানীরা বরফের রাজ্য আন্টার্কটিকাতে পিরামিডের অস্তিত্ব পেয়েছেন।
পিরামিড বলতেই সাধারণভাবে আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিশরের দ্য গ্রেট পিরামিড অফ গিজার কথা। আক্ষরিক অর্থে দেখতে গেলে পিরামিডের ‘জন্ম’ মিশরে। তবে তা যে শুধুই মিশর পর্যন্ত সীমাবদ্ধ, এমনটা বললে ভুল বলা হবে। মিশরের বাইরেও পিরামিড-সদৃশ কাঠামোর হদিস একাধিক বার মিলেছে। মিশরের বাইরে বলতে মিশরের প্রতিবেশী রাষ্ট্র সুদানেও অনেক পিরামিড দেখতে পাওয়া যায়। এছাড়া বেশ কিছু পিরামিড দেখতে পাওয়া যায় ইউরোপীয় দেশ বসনিয়া হারজেগোভীনাতে। অবশ্য তা বালির পিরামিড।
advertisement
বিজ্ঞানীরা স্যাটালাইটের সাহায্যে আন্টার্কটিকার উপর নজর রেখেছিলেন। তারপরেই দেখতে পান এই আশ্চর্য দৃশ্য। আন্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশে রয়েছে পিরামিড আকৃতির কতগুলি কাঠামো। দেখতে হুবহু মিশরের পিরামিডের মতোই। গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এলসওয়ার্থ পর্বতমালায় বেশ কয়েকটি পর্বতচূড়া রয়েছে।
advertisement
advertisement
কিন্তু বেশ কিছুদিন আগে বিজ্ঞানীরা বরফের রাজ্য আন্টার্কটিকাতে পিরামিডের অস্তিত্ব পেয়েছেন। স্যাটেলাইটের মাধ্যমে দেখেছেন পিরামিডের সঙ্গে সেই সব কাঠামোর গঠনগত মিলও রয়েছে। চারিদিকে বরফ ঢাকা অংশে কোথা থেকে এ পিরামিড এল, তা নিয়ে ধন্দে বিজ্ঞানী মহল। সাধারণত এই অঞ্চলে এ ধরনের পিরামিড সচরাচর দেখা যায় না।
advertisement
advertisement