প্রেমানন্দ মহারাজের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, কলিযুগে যা ঘটতে চলেছে…শুনলে কেঁপে উঠবেন !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Premanand Maharaj: ইতিমধ্যেই কলিযুগ নিয়ে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নের জবাবে প্রেমানন্দ মহারাজ এমন কিছু বলেন, যা শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলেই। বর্তমানে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আজকের দিনে প্রেমানন্দজি মহারাজের আলাদা করে কোনও পরিচয়ের দরকার হয় না। সুদূর বিদেশ থেকে এই বিখ্যাত সন্তের সঙ্গে দেখা করতে বৃন্দাবনে আসেন বহু ভক্ত। সাম্প্রতিক কালে তিনি ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছেন। নিজের সৎসঙ্গের মাধ্যমে ভক্তদের পার্থিব এবং আধ্যাত্মিক জীবনের দিশা দেন তিনি। কখনও কখনও সৎসঙ্গের পরে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে সমস্ত ধরনের সমস্যার বিষয়ে প্রশ্ন করেন ভক্তরা। আর সন্ত নিজে তাঁর সমাধানও বাতলে দেন।
advertisement
advertisement
কলিযুগ কেমন হবে? প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হয় যে, “কলিযুগটা কেমন হবে মহারাজজি? কেমন মানুষ সেখানে থাকবেন?” সন্তের প্রশ্নের জবাব শুনে সকলেই চমকে গিয়েছেন। আসলে প্রেমানন্দ মহারাজ বলেন যে, “শ্রী সুখদেবজি বলেছেন যে, পরীক্ষিত সময় খুবই বলবান। কলিযুগে যাঁর কাছে ধনসম্পত্তি থাকবে, তাঁকেই মহান বলে গণ্য করা হবে। মানুষ তাঁকেই বড় মানুষ বলে মনে করবেন। শুধু তা-ই নয়, ওই ব্যক্তিকে মহৎ এবং গুণী বলে গণ্য করা হবে। যাঁর ধনসম্পদ রয়েছে, যাঁর ক্ষমতা রয়েছে, তাঁকেই শুধুমাত্র মহান বলে ধরে নেওয়া হবে। আর দেখুন এটাই ঘটে চলেছে।”
advertisement
ভয়াবহ সময় আসন্ন: তিনি আরও বলেছেন যে, “আগেকার দিনে বিয়ের জন্য ছেলে-মেয়ের রাশিফল দেখা হত। গুণ মেলানো হত। কিন্তু কলিযুগে এই সমস্ত কিছু খাটবে না। বিবাহের জন্য পারিবারিক চরিত্র এবং গুণ মেলানো হয় না। ছেলে-মেয়ে একে অপরকে পছন্দ করবেন এবং এটাই শেষ কথা। যদি একে অপরকে পছন্দ হয়, তাহলে ভাল, নাহলে অন্য কাউকে বিয়ে করেন তাঁরা। এটা খুবই নোংরা।” তিনি আরও বলেন যে, “এতে আরও খারাপ হয়। বিয়ে হবে ছেলে আর মেয়ের আগ্রহে। গুণ অথবা রাশিফলের সেখানে কোনও কাজ থাকবে না। পরিবারেরও কিছু করার থাকে না।”
advertisement
সন্ত বলেন, “আপনারা কি জানেন যে, কাকে আচরণ বা ব্যবহারে দক্ষ বলে বিবেচনা করা হবে? না, তাই তো? তাই আমি বলি যে, একজন যত মিথ্যা বলবেন কিংবা অসৎ আচরণ করবেন, যত নোংরা ব্যবহার করবেন, তিনিই তত বেশি আচরণে পারদর্শী বলে বিবেচিত হবেন। এটা বলা হবে যে, দেখুন তিনি কতটা পারদর্শী। যিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারেন, তাঁকেই কলিযুগে পারদর্শী বলে মনে করা হবে।”
advertisement
স্বভাব যত খারাপ হবেন, ততই তিনি মহান হিসেবে বিবেচিত হবেন: মহারাজজি আরও বলেন যে, “কারও জীবনে কোনও সত্য এবং অসৎতা থাকবে না। যে ব্যক্তি যত বেশি প্রতারণা করবেন এবং ধূর্ত হবেন, যুগ ধর্মের প্রভাব অনুসারে তাঁকে তত বেশি দক্ষ বলে বিবেচনা করা হবে। তিনি যত বেশি প্রতারণা করবেন, আচরণে তিনি তত বেশি দক্ষ বলে গণ্য হবেন। একজন পুরুষ ও একজন নারীর শ্রেষ্ঠত্ব তাঁর সৎ গুণ এবং আত্মনিয়ন্ত্রণ দ্বারা নয়, কিংবা তাঁর চরিত্র দ্বারা নয়, বরং তাঁর শয়তানি দ্বারা নির্ধারণ করা হবে। আসলে যাঁর প্রকৃতি যত খারাপ হবে, কিংবা যিনি যত নীচ হবেন, কলিযুগে তিনি তত বড় হবেন।”