হিন্দু শাস্ত্রগ্রন্থ বলে, অভীষ্ট লক্ষে পৌঁছতে নির্দিষ্ট দিনক্ষণ বেছেই দেবতার উপাসনা করা উচিত। জেনে নিন কোন দিন কোন দেবতাকে ডাকবেন।
রবিবার: এই দিনে জন্ম হলে বিষ্ণু উপাসনায় মন দেওয়া উচিত।
সোমবার: সোমবার রুদ্রের দিন। এই দিনে জন্ম হলে শিবপুজোই আপনার অভীষ্ট হওয়া উচিত।
বুধবার: সিদ্ধিধাতা গণেশের আরাধনা করুন এই দিন।
বৃহস্পতি: এটি লক্ষ্মীর দিন। একই সঙ্গে শিবের পুজোও করা যায় এই দিনে।
শুক্র: এই দিন মার্তৃকা শক্তির আরাধণার। দু্র্গা বা সন্তোষী মায়ের পুজো করা উচিত এই দিনে।
শনিবার: এই দিনে শনিদেবতা বা কাল ভৈরবের পুজো করা উচিত।
...