OMG Marriage: ‘যৌতুক’ কয়েক কিলো সোনা, সঙ্গে রুপোর আসবাবও! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন রাজস্থানের ব্যবসায়ী

Last Updated:
সম্প্রতি এমনই এক বিয়ের কথা জানা গিয়েছে যার রাজকীয়তা এবং চাকচিক্য দেখে চোখ কপালে উঠেছে মানুষের। কন্যার বিয়েতে দেওয়া উপহার বা যৌতুকের ক্ষেত্রে রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছেন রাজস্থানের পালি জেলার ব্যবসায়ী মহেন্দ্র সিং রাজপুরোহিত।
1/5
বিয়েতে কন্যাকে ঢালাও যৌতুক দেওয়ার চল রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে রাজস্থানের মতো রাজ্যে। সেখানে বিয়েতে হেলিকপ্টারে কন্যাকে বিদায় জানানো কিংবা পুত্রবধূকে হেলিকপ্টারে স্বাগত জানানো বেশ গা-সওয়াই হয়ে গিয়েছে। আসলে ওই রাজ্যে বিয়েতে বেশ রাজকীয়তার একটা মোড়ক দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই উঠে আসে সেই চিত্র।
বিয়েতে কন্যাকে ঢালাও যৌতুক দেওয়ার চল রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে রাজস্থানের মতো রাজ্যে। সেখানে বিয়েতে হেলিকপ্টারে কন্যাকে বিদায় জানানো কিংবা পুত্রবধূকে হেলিকপ্টারে স্বাগত জানানো বেশ গা-সওয়াই হয়ে গিয়েছে। আসলে ওই রাজ্যে বিয়েতে বেশ রাজকীয়তার একটা মোড়ক দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই উঠে আসে সেই চিত্র।
advertisement
2/5
তবে সম্প্রতি এমনই এক বিয়ের কথা জানা গিয়েছে যার রাজকীয়তা এবং চাকচিক্য দেখে চোখ কপালে উঠেছে মানুষের। কন্যার বিয়েতে দেওয়া উপহার বা যৌতুকের ক্ষেত্রে রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছেন রাজস্থানের পালি জেলার ব্যবসায়ী মহেন্দ্র সিং রাজপুরোহিত। কিন্তু কী এমন উপহার দিলেন তিনি নিজের প্রিয়তমা কন্যাকে, যা সাড়া ফেলে দিয়েছে?
তবে সম্প্রতি এমনই এক বিয়ের কথা জানা গিয়েছে যার রাজকীয়তা এবং চাকচিক্য দেখে চোখ কপালে উঠেছে মানুষের। কন্যার বিয়েতে দেওয়া উপহার বা যৌতুকের ক্ষেত্রে রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছেন রাজস্থানের পালি জেলার ব্যবসায়ী মহেন্দ্র সিং রাজপুরোহিত। কিন্তু কী এমন উপহার দিলেন তিনি নিজের প্রিয়তমা কন্যাকে, যা সাড়া ফেলে দিয়েছে?
advertisement
3/5
 জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে মহেন্দ্র সিংয়ের কন্যার। সেই বিয়েতে ২ কেজি সোনার গয়নায় মেয়েকে প্রায় মুড়িয়ে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সোনার গয়নার পাশাপাশি দিয়েছেন ১০০ কেজি রুপোর তৈরি অলঙ্কার এবং আসবাবপত্রও। তার মধ্যে রয়েছে খাট-বিছানা, সোফা সেট, ডাইনিং টেবিল ইত্যাদি। এছাড়াও মেয়ে-জামাইকে উপহার হিসেবে দিয়েছেন এসইউভি গাড়ি, বাংলো এবং জমি। আর ওই বিয়েতে তিনি এমন এলাহি আয়োজন করেছিলেন যে, তা আজীবন ভুলতে পারবেন না গোটা রাজ্যবাসী। এমনকী কন্যার বিদায়ের সময় লক্ষাধিক টাকার বর্ষণও করিয়েছেন ওই ব্যবসায়ী। এমন রাজকীয় বিয়ে নিয়ে চর্চা তো হবেই!
জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে মহেন্দ্র সিংয়ের কন্যার। সেই বিয়েতে ২ কেজি সোনার গয়নায় মেয়েকে প্রায় মুড়িয়ে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সোনার গয়নার পাশাপাশি দিয়েছেন ১০০ কেজি রুপোর তৈরি অলঙ্কার এবং আসবাবপত্রও। তার মধ্যে রয়েছে খাট-বিছানা, সোফা সেট, ডাইনিং টেবিল ইত্যাদি। এছাড়াও মেয়ে-জামাইকে উপহার হিসেবে দিয়েছেন এসইউভি গাড়ি, বাংলো এবং জমি। আর ওই বিয়েতে তিনি এমন এলাহি আয়োজন করেছিলেন যে, তা আজীবন ভুলতে পারবেন না গোটা রাজ্যবাসী। এমনকী কন্যার বিদায়ের সময় লক্ষাধিক টাকার বর্ষণও করিয়েছেন ওই ব্যবসায়ী। এমন রাজকীয় বিয়ে নিয়ে চর্চা তো হবেই!
advertisement
4/5
 সূত্রের খবর, মহেন্দ্র সিং রাজপুরোহিতের বেঙ্গালুরুতে সম্পত্তির ব্যবসা আছে। এর পাশাপাশি পাইপ তৈরির একাধিক কারখানাও রয়েছে তাঁর। তবে বেঙ্গালুরুর পরিবর্তে তিনি নিজের গ্রামেই রাজকীয় ভাবে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই ব্যবসায়ী জানান, পালি জেলার ভৈসানা গ্রামেরই বাসিন্দা লক্ষ্মণ সিংয়ের ছেলে কুলদীপ সিংয়ের সঙ্গে কন্যা বংশিকার বিয়ে দিয়েছেন তিনি। কুলদীপ নিজেও এক জন ব্যবসায়ী।
সূত্রের খবর, মহেন্দ্র সিং রাজপুরোহিতের বেঙ্গালুরুতে সম্পত্তির ব্যবসা আছে। এর পাশাপাশি পাইপ তৈরির একাধিক কারখানাও রয়েছে তাঁর। তবে বেঙ্গালুরুর পরিবর্তে তিনি নিজের গ্রামেই রাজকীয় ভাবে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই ব্যবসায়ী জানান, পালি জেলার ভৈসানা গ্রামেরই বাসিন্দা লক্ষ্মণ সিংয়ের ছেলে কুলদীপ সিংয়ের সঙ্গে কন্যা বংশিকার বিয়ে দিয়েছেন তিনি। কুলদীপ নিজেও এক জন ব্যবসায়ী।
advertisement
5/5
জানা যাচ্ছে, বংশিকার বিয়েতে বরযাত্রীরা হেলিকপ্টারে চেপে ভৈসানা থেরে সমৌক্ষিতে আসেন। মেহরাই গ্রামের ৫ কিলোমিটার আগে থেকেই বরযাত্রীদের স্বাগত জানানো হয়েছিল। বরের জন্য আনা হয়েছিল হাতি। হাতিতে চেপেই ছাদনাতলায় পৌঁছেছিলেন বর। এখানেই শেষ নয়, বরযাত্রীদের সমৌক্ষি থেকে মেহরাইয়ে আনানোর জন্য পাঠানো হয়েছিল উট, ঘোড়া, সুসজ্জিত গরুর গাড়ি, ভিন্টেজ গাড়ি। রাজকীয় এই বিয়ে চাক্ষুষ করতে ভিড় জমান হাজার হাজার মানুষ।
জানা যাচ্ছে, বংশিকার বিয়েতে বরযাত্রীরা হেলিকপ্টারে চেপে ভৈসানা থেরে সমৌক্ষিতে আসেন। মেহরাই গ্রামের ৫ কিলোমিটার আগে থেকেই বরযাত্রীদের স্বাগত জানানো হয়েছিল। বরের জন্য আনা হয়েছিল হাতি। হাতিতে চেপেই ছাদনাতলায় পৌঁছেছিলেন বর। এখানেই শেষ নয়, বরযাত্রীদের সমৌক্ষি থেকে মেহরাইয়ে আনানোর জন্য পাঠানো হয়েছিল উট, ঘোড়া, সুসজ্জিত গরুর গাড়ি, ভিন্টেজ গাড়ি। রাজকীয় এই বিয়ে চাক্ষুষ করতে ভিড় জমান হাজার হাজার মানুষ।
advertisement
advertisement
advertisement